কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত মেট্রোরেলের নর্দার্ন রুটের (এমআরটি-৫) ডিপো ভূমি উন্নয়নের কাজ পেয়েছে জাপানের ঠিকাদারি কোম্পানি টিওএ করপোরেশন ও বাংলাদেশের স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রতিষ্ঠান দুটি যৌথভাবে এ কাজ করবে।
গতকাল মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং জাপানের টিওএ করপোরেশনের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। লিড এজেন্সি হিসেবে টিওএর প্রতিনিধি এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটির বাস্তবায়ন হলে ঢাকার পূর্ব-পশ্চিমে যোগাযোগ উন্নত ও সহজ হবে বলে প্রত্যাশা সরকারের। এম এ এন ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান জানান, আগামী জুলাই থেকে প্রকল্পের মূল কাজ শুরু হবে। এ পথে প্রতিদিন ১২ লাখ ৩০ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
শোনা হবে না বিসিবির আপিল, ডাক পেতে যাচ্ছে স্কটল্যান্ড