ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০২:৫৫ পিএম
প্রিন্ট সংস্করণ

এবার বল হাতে ভালো করতে চান শান্ত

এবার বল হাতে ভালো করতে চান শান্ত
আয়াল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে কেবল ব্যাট হাতে নয়, বল হাতেও ভূমিকা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। শেষ ম্যাচে ৩ ওভার বোলিং করে গুরুত্বপূর্ণ সময়ে একটি উইকেট নিয়েছেন তিনি। আয়ারল্যান্ড যখন ৩ উইকেটে ২২৫ রান তুলে জয়ের স্বপ্ন দেখছে ঠিক তখনই আঘাত হানেন শান্ত। ৪৫ রান করা হ্যারি টেক্টরকে আউট করে জুটি ভাঙেন তিনি। এরপর আয়ারল্যান্ডের ইনিংসে ধস নামে। ৯ উইকেটে ২৬৯ রানে থামে তারা। বাংলাদেশ ৫ রানে রোমাঞ্চকর জয়ে ২-০-তে ওয়ানডে সিরিজ জিতে নেয়। সিরিজের শেষ ওয়ানডেতে ৩২ বলে ৩৫ রানের ঝলমলে ইনিংস খেলেন শান্ত। তার আগের ম্যাচে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেছিলেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ৪৪ রান। ব্যাটে তিনি রান করবেন, এটাই স্বাভাবিক। তবে এখন বল হাতেও দলের জয়ে অবদান রাখতে চান। তিনি বলেছেন, ‘আমাকে শুধু বোলিং করার আগের ওভারে বলেছিল (তামিম) বোলিং করা লাগবে। ওভাবেই কথা হয়েছে। বেশির ভাগ কথা হয়েছে মিরাজের সঙ্গে, ও কীভাবে ১০ ওভারের স্পেল শেষ করেছে সেসব নিয়ে। ওই পরিকল্পনায় বল করার চেষ্টা করেছি।’ নিজের বোলিং সম্পর্কে বলেন, ‘বোলিংটা খুব ভালো হয়েছে বলব না। তিন ওভার বল করেছি। অধিনায়ক বল দিলে চেষ্টা করব আবারও ভালো বল করার। এটা নিয়ে খুব মাতামাতি করার কিছু নেই যে, আমি একদিন তিন ওভার বল করে অনেক কিছু করে ফেলেছি।’ দলের ভালো করা নিয়ে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি আমার মনে হয়। পুরো সময়টা সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা যদি কনটিনিউ করতে পারি তাহলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারব।’ মাঠে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয় দলে যখনই ফিল্ডিং করি, আমরা সবাই চেষ্টা করি হেল্প করার। যদি কোনো আইডিয়া থাকে ওটা বোলার বা অধিনায়ককে দেওয়া। ওটা সবসময়ই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আয়ারল্যান্ডের বিপক্ষে তা করতে পেরেছি। এতে যদি দলের উপকার হয়ে থাকে তাহলে ভালো লেগেছে অবশ্যই। সবসময় চিন্তা থাকে ওটা কীভাবে দলের হয়ে অবদান রাখতে পারি অথবা ভালো ফিডব্যাক দিতে পারি।’ অক্টোবরে ভারতের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমরা যে ম্যাচে ৩২০ চেজ করলাম, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। যে ম্যাচটা আমরা ডিফেন্ড করলাম। দুটা ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। বড় দলের বিপক্ষে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়। এই জিনিস মনে রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের থেকে ভারতীয়দের বেশি বিতাড়িত করেছে সৌদি

তাবলিগের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

যে ৫ খাবার ফ্রিজে রাখবেন না

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানে তারেক রহমানকে ভোট দেওয়া : ফরিদুজ্জামান

যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক আটক

এনসিপির আরও এক নেত্রীর পদত্যাগ

হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেপ্তার

গণঅধিকার পরিষদের দায়িত্ব পেয়ে যা জানালেন মামুন

জলবায়ু পরিবর্তন নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

১০

বিপিএল মিশন শুরু করতে সিলেটে রংপুর রাইডার্স

১১

বিউটিওলজির নারায়ণগঞ্জ শাখার জমকালো উদ্বোধনে ক্রেতাদের ঢল

১২

দলের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা জাপা মহাসচিবের

১৩

ট্রাম্পের সঙ্গে বছরের শেষ বৈঠকে বসছেন নেতানিয়াহু

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেসব খাবার

১৫

পরীমণির ‘প্রীতিলতা’ ফিরছে শুটিংয়ে

১৬

ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান : পার্থ

১৭

হঠাৎ পিছিয়ে গেল আলিয়ার সিনেমা মুক্তির তারিখ

১৮

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের বাহিনী প্রত্যাহারের আহ্বান সৌদি আরবের

১৯

মেলবোর্নের উইকেট ক্রিকেটের জন্য আদর্শ নয়, দাবি ইংল্যান্ড অধিনায়কের

২০
X