রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সামনে মালয়েশিয়া

বাংলাদেশের সামনে মালয়েশিয়া
স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরুর পর এখনই প্রাপ্তির হিসাব কষতে নারাজ বাংলাদেশ কোচ মামুনুর রশীদ। ম্যাচ বাই ম্যাচ হিসাব করে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করা এ কোচের ভাবনায় মালয়েশিয়া ম্যাচ। আজ বিকেল সাড়ে ৩টায় শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হবেন লাল-সবুজরা। ওমানের বিপক্ষে বাংলাদেশের ২-০ গোলে জয়ের আগে মালয়েশিয়া ৮-১ গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচের আগে প্রিন্স লাল ও মো. জীবনকে নিয়ে চোটসংক্রান্ত ভাবনায় আছেন বাংলাদেশ কোচ। মামুনুর রশীদের আশাবাদ, ম্যাচের আগে দুজনই ফিট হয়ে উঠবে। ‘প্রতিযোগিতার প্রথম ম্যাচ সব সময়ই কঠিন থাকে। ওমানের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। জয়ে শুরুর পর আমরা এখন মালয়েশিয়াকে নিয়ে ভাবছি’— গতকাল ওমান থেকে মোবাইল ফোনে কালবেলাকে বলছিলেন বাংলাদেশ কোচ মামুনুর রশীদ। সাবেক এ হকি তারকা যোগ করেন, ‘মালয়েশিয়া শক্তিশালী দল। আমরা তাদের প্রথম ম্যাচ দেখেছি। তাদের বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য কঠিন হবে।’ ১০ জাতির জুনিয়র এশিয়া কাপের শীর্ষ চার দেশ যুব বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে। বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়েই এ আসর খেলতে গেছেন লাল-সবুজরা। স্বপ্ন পূরণের পথে এ ম্যাচ কতটুকু গুরুত্বপূর্ণ? এ প্রশ্নের জবাবে মামুনুর রশীদ বলেন, ‘এখনই আমরা স্বপ্ন কিংবা চূড়ান্ত লক্ষ্য নিয়ে ভাবছি না। ওমানকে হারানো জরুরি ছিল, সেটা করতে পেরেছি। পরের ম্যাচগুলোতে দলগত সমন্বয় দেখাতে চাই। এ পর্যায়ে আমার লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া। ফলাফল যাই হোক, মালয়েশিয়ার বিপক্ষে আমরা ভালো হকি খেলতে পারব বলে আশা করছি।’ গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে খেলে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বের শেষ প্রতিপক্ষের এ ম্যাচে সূক্ষ্ম দৃষ্টি রেখেছিলেন দলের ভিডিও বিশ্লেষক তাপস বর্মণ। এ সম্পর্কে বাংলাদেশের কোচ বলেন, ‘দক্ষিণ কোরিয়ার ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে আমরা শেষ ম্যাচের কৌশল নির্ধারণ করব। তার আগে মালয়েশিয়া ম্যাচে ফোকাস ধরে রাখতে চাই।’ শক্তিশালী দলটির বিপক্ষে বাংলাদেশ কোন কৌশলে খেলবে? জানতে চাইলে মামুনুর রশীদ বলেন, ‘ভালো কিছু অর্জন করতে হলে কঠিন ম্যাচ জিততে হবে। মালয়েশিয়ার বিপক্ষে আমরা জয়ের জন্যই খেলব। সে সামর্থ্য আমাদের রয়েছে।’ জানুয়ারিতে জুনিয়র এএইচএফ কাপ জয় করা দলের বেশিরভাগ সদস্য নিয়ে এ আসর খেলছে বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে প্রায় তিন সপ্তাহের ভারত সফরে বেশকিছু প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডেই নাদাল-জোকোভিচ লড়াই

ফাইয়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল, হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ

বৃষ্টি আরও বাড়বে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

দিল্লির রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী, দিলেন ভয়ংকর বর্ণনা  

২৮ দিন পর মন্ত্রিসভার বৈঠক বসছে

হাসপাতালের নারী কর্মচারীকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

যুবককে পিষিয়ে দিয়ে গেল বিএমডব্লিউ

গুলিতে নিহত তামিমের বাবা বললেন, ‘সে ছাত্রলীগ করত’

পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে প্রতিদিন চলছে অসহায়দের জন্য খাবার বিতরণ

১০

বর্ষায় শেরপুরে চাঁই বিক্রির হিড়িক

১১

আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

১২

ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামছেন এরদোয়ান?

১৩

বিলুপ্ত হয়ে পড়ছে ভেষজ রত্ন বাসক

১৪

তামিমের ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

১৫

র‌্যাবের অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার

১৬

আওয়ামী লীগের যৌথসভা কাল

১৭

‘গুলিতে আমার একমাত্র ছেলের বুক ফুটো হয়ে গেছে’

১৮

আজকের দিনটি কেমন যাবে আপনার?

১৯

নীলফামারীতে দাদন ব্যবসার ফাঁদে ঘরছাড়া শত পরিবার

২০
X