মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৩, ১০:২২ এএম
প্রিন্ট সংস্করণ

নজরুলের নিষিদ্ধ গ্রন্থ

নজরুলের নিষিদ্ধ গ্রন্থ
কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার। তার মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য, তা অতুলনীয়। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। বিদ্রোহী কবি, প্রেম, সাম্য ও সৌন্দর্যের কবি। তবে তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতে বিদ্রোহী কবির শোষকের কোপানলে পড়তে হয়েছে বারবার। ১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের পাঁচটি বই বাজেয়াপ্ত করা হয়। দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হয় তার আরও কিছু বই। এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, বাংলা সাহিত্যের সবচেয়ে নিপীড়িত কবি ছিলেন নজরুল। এতটা রাষ্ট্রীয় নিপীড়ন আর কেউ ভোগ করেননি। তবে এ নিপীড়ন ছিল মূলত জনতার ওপর চলা নিপীড়নেরই অংশ। এমন কবি নেই বললেই চলে, যিনি এমন করে জনতার নিপীড়নের ভাগ নিজের পিঠে নিয়েছেন। উপমহাদেশে শরৎচন্দ্রের ‘পথের দাবী’ গ্রন্থকে করা হয়েছিল নিষিদ্ধ। নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থগুলো হলো— যুগবাণী, বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা ও চন্দ্রবিন্দু। তালিকাভুক্ত ছিল আরও ১০টি বই। এ ছাড়া ২৫টি গ্রন্থের কোনো দ্বিতীয় সংস্করণ বের হয়নি। ৯টি গ্রন্থের প্রকাশক ও মুদ্রক স্বয়ং লেখক নিজে। এতেই পরিষ্কার হয় যে, সে সময় ব্রিটিশ শাসকের ভয়ে প্রকাশকরাও ছিলেন ভীত-সন্ত্রস্ত্র। নজরুলের জন্ম পরাধীন ভারতবর্ষে। তার জন্মের আগেই ব্রিটিশের পরাধীন এ অঞ্চলে সংস্কৃতি ও রাজনীতিমনস্ক, মুক্তিকামী বিপুল এক শ্রেণির অভ্যুদয় ঘটে। স্বাধীনতার জন্য ব্রিটিশবিরোধী বিদ্রোহ, গুপ্ত হামলা, পাশাপাশি তাদের বিরুদ্ধে লেখালেখির এক জগৎ তৈরি হয়েছে সর্বত্র। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে শাসকশ্রেণির নিপীড়ন-নির্যাতন, জেল-জুলুম এবং লেখকদের রচনা নিষিদ্ধ করার কাজ। সেই অগ্নিযুগে হতদরিদ্র এক পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তবে ভেতরে তার দ্রোহের আগুন। ব্রিটিশ শাসকদের অন্যায়-অবিচার, নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ছিল তার আজন্মের ক্ষোভ। তার মধ্যে বিকশিত হয় এক বিদ্রোহী সত্তা। একপর্যায়ে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দি করে। সেইসঙ্গে তার লেখাও নিষিদ্ধ হয়। পৃথিবীতে শাসকশ্রেণির রোষানলে পড়া কবি-সাহিত্যিক নেহাত কম নয়। তুরস্কের নাজিম হিকমত, রোমান কবি ওভিদ, হোমার, দস্তয়ভস্কিসহ এ তালিকা দীর্ঘই হবে। তবে নজরুলের মতো শাসকশ্রেণির চক্ষুশূলে পরিণত হয়েছে খুব কমই। কাজী নজরুল ইসলাম অন্যায় কোনোদিন মেনে নেননি। পরাধীনতা তাকে কখনো শান্তিতে থাকতে দেয়নি। স্বাধীনতার জন্য ব্যাকুল কবি-পরাধীনতার শৃঙ্খল ভাঙাই ছিল তার ধ্যানজ্ঞান। সে জন্য লেখাই ছিল তার অস্ত্র; যার মাধ্যমে তিনি সমাজকে মুক্ত করতে চেয়েছিলেন। অত্যাচারী শাসকের বিরুদ্ধে ছিলেন সারা জীবন সোচ্চার। ব্রিটিশ শাসনামলে তার বেশিরভাগ লেখাই ছিল শাসকশ্রেণির ওপর আক্রমণ। তাই ব্রিটিশ সরকার একে একে বাজেয়াপ্ত করতে থাকে তার বই। নিষিদ্ধ বইগুলা ছাড়াও বাজেয়াপ্তের তালিকাভুক্ত ছিল তাদের মধ্যে অন্যতম হলো—অগ্নিবীণা, সঞ্চিতা, ফণীমনসা, সর্বহারা ও রুদ্র মঙ্গল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনা

বিএনপি ক্ষমতায় গেলে ৬ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে : এসএম জাহাঙ্গীর

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ১৭

নানা দাবিতে এইচএসসি উত্তীর্ণদের একাংশের আন্দোলনের ডাক

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার 

পীর সাহেব মধুপুর / কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণবিস্ফোরণ ঘটবে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা : জড়িতদের নিয়ে যা বললেন বিএনপি নেতা

‘বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়’

বিমানবন্দরের আগুনে পুড়ল ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল

১০

৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১১

বরগুনায় সওজ শ্রমিকদের তিন দিনব্যাপী কর্মসূচি

১২

পুঁজিবাজারে যুক্ত হচ্ছে জেলা-উপজেলা প্রশাসন

১৩

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদলের বৈঠক

১৪

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভাগীয় কাবাডি চ্যাম্পিয়ন

১৫

টেকসই বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরাই আশার আলো : চসিক মেয়র

১৬

এস আলমের শতাধিক কোম্পানির ৫১৩ কোটি শেয়ার জব্দ

১৭

খুবিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে শিক্ষার্থীদের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী

১৮

শহীদ তায়িমের কবর জিয়ারত ও স্বজনদের পাশে বিএনপি

১৯

বিলাসী জীবনযাপনসহ পুরো কার্যক্রমের তথ্য জানাল বাংলাদেশি পর্ন তারকা যুগল

২০
X