সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
রপ্তানির অনুমতি জালিয়াতি করে ২৮২ কোটি টাকা বিদেশে পাচার করেছে ঢাকার এশিয়া ট্রেডিং করপোরেশন। শান্তিনগরের মৌবন সুপার মার্কেটে অফিস থাকলেও বর্তমানে সেটি বন্ধ। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব ২০১৮ সাল থেকে বন্ধ থাকার পরও ১ হাজার ৩৮২ চালানের বিপরীতে এ অর্থ পাচার করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের মালিক বর্তমানে বিদেশে অবস্থান করছেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এশিয়া ট্রেডিং করপোরেশন রপ্তানি পারমিট ছাড়াই ১৪ হাজার ৮৫ টন টি-শার্ট, ট্রাউজার ও লেডিস টপস রপ্তানি করে। ১ হাজার ৩৮২ চালানের বিপরীতে পণ্যগুলো কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যে রপ্তানি করে প্রতিষ্ঠানটি। এসব পণ্যের বাজারমূল্য ২৮২ কোটি টাকা। যার কোনো অর্থ দেশে আসেনি। সবচেয়ে বড় বিষয় হলো, এ প্রতিষ্ঠানের নামে কোনো রপ্তানি পারমিট ইস্যু করা হয়নি। নিয়ম অনুযায়ী যে প্রতিষ্ঠান রপ্তানি করবে, তার নামে রপ্তানি পারমিট ইস্যু হবে। শুল্ক গোয়েন্দার তদন্ত কমিটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। এ ছাড়া এশিয়া ট্রেডিং করপোরেশনের ব্যাংক হিসাবে ২০১৮ সাল থেকে লেনদেন বন্ধ রয়েছে বলে তদন্ত কমিটিকে জানিয়েছে সংশ্লিষ্ট ব্যাংক।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ কালবেলাকে বলেন, যারা ট্রেড বেইজ রপ্তানি করছেন, তাদের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এশিয়া ট্রেডিং করপোরেশনের তদন্ত শেষ হয়েছে। প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে আসার সুপারিশ করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিষ্ঠানটির নামে ব্যাংক থেকে ইএক্সপি ইস্যু হয়নি। যার কারণে এ অর্থ বৈধভাবে দেশে আসার সুযোগ নেই। এ ছাড়া প্রতিষ্ঠানের মালিক দেশে নেই বলেও তথ্য রয়েছে।
গত রোববার সরেজমিন এশিয়া ট্রেডিং করপোরেশনের অফিসে গিয়ে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ১২৩ কাকরাইলের মৌবন সুপার মার্কেটের দ্বিতীয়তলায় অফিসে গিয়েও তালাবদ্ধ পাওয়া যায় প্রতিষ্ঠানটির অফিস। পাশেই রয়েছে শামছুদ্দিন রিয়েল এস্টেটের সাইনবোর্ড। সেই অফিসটিও তালাবদ্ধ।
মৌবন সুপার মার্কেটের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, এশিয়া ট্রেডিং করপোরেশন এবং শামছুদ্দিন রিয়েল এস্টেট কোম্পানির মালিক একই ব্যক্তি শামছুদ্দিন। এ মৌবন সুপার মার্কেটের অধিকাংশ দোকানের মালিকানা রয়েছে শামছুদ্দিনের। বয়সের কারণে এখন তিনি আর অফিস করেন না। মূলত ব্যবসা দেখাশোনা করেন তার ছেলে সোহেল। সোহেল ট্রেডিং ব্যবসা করেন। ফিলিপাইন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে তিনি পণ্য রপ্তানি করেন বলেও জানেন ব্যবসায়ীরা।
সোহেল কোথায় আছেন, জানতে চাইলে এক ব্যবসায়ী বলেন, উনি বর্তমানে বিদেশে আছেন। অত্র এলাকায় খুব প্রভাবশালী তার পরিবার। মার্কেটের বাইরে তাদের আরও অনেক সম্পত্তি রয়েছে। এ ছাড়া তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জেও রয়েছে মার্কেট।
এদিকে প্রতিষ্ঠানটির বিন নম্বর সূত্রে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের সেগুনবাগিচা সার্কেলে ভ্যাট রিটার্ন জমা দেয়। প্রতিষ্ঠানটির বিন সক্রিয় রয়েছে। তবে কে বা কারা এ রিটার্ন জমা দেয় সুস্পষ্টভাবে বলতে পারেন না সার্কেল কর্মকর্তারা। তবে প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণের সেগুনবাগিচা বিভাগের অধীনে সেগুনবাগিচা সার্কেলে ভ্যাট রিটার্ন দিয়ে থাকে। এর আগে প্রতিষ্ঠানটির নামে কোনো ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর ছিল না। তবে কত টাকা ভ্যাট রিটার্ন দেয়, তা জানা যায়নি।
শুল্ক গোয়েন্দার তদন্ত কমিটির প্রধান যুগ্ম কমিশনার সাইফুর রহমান কালবেলাকে বলেন, এশিয়া ট্রেডিং করপোরেশনের তদন্ত শেষ করে প্রতিবেদন জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেওয়া হয়েছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ট্রাম্পের শুল্ক চিঠি পেয়ে খুশি কেন মিয়ানমারের জান্তা সরকার
১
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : রংপুরে ৬ কিমি পায়ে হেঁটে বিক্ষোভ
২
ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল ইরান
৩
সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না : দুলু
৪
নির্বাচনের আগে দেশ সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত হোক : আতিকুর রহমান
৫
স্রোতে ভেঙে গেছে সেতু, ভোগান্তিতে ৪৩ গ্রামের মানুষ
৬
ট্রেজারার পদে নিয়োগ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএফও
৭
কিশোরগঞ্জে নৌকাডুবি : বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার
৮
ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ
৯
দেশবাসী চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না : শিবির
১০
খেলাফত যুব মজলিসের বিক্ষোভ অনুষ্ঠিত
১১
নতুনভাবে কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না : রিফাত রশিদ
১২
সড়কের পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ
১৩
অজয়কে নিয়ে ঠাট্টা করলেন কাজল
১৪
‘সবাই বলে দুইটা বাচ্চা বেইচা দিতে, মা হয়ে কি বেচতে পারি’
১৫
শহীদ হালিমের কন্যা সুমাইয়াকে কলেজে ভর্তির দায়িত্ব নিলেন তারেক রহমান
১৬
শিক্ষক-ম্যানেজিং কমিটির সরাসরি আবেদন বন্ধে কড়া নির্দেশনা
১৭
সিন্ডিকেশন ফাইন্যান্সিংয়ে পরামর্শ সেবায় খুশি কম্পোজিট ও কমিউনিটি ব্যাংকের চুক্তি
১৮
কিউবার প্রেসিডেন্ট ও বিলাসবহুল হোটেলগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
১৯
‘ফেনীতে বাঁধ নির্মাণ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার কথা ভাবছে সরকার’