কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

ছিনতাই করা পিকআপে ঢাকায় সিরিজ ডাকাতি

ছিনতাই করা পিকআপে ঢাকায় সিরিজ ডাকাতি
ঢাকার অদূরে আশুলিয়ায় অস্ত্রের মুখে চালকের হাত-পা বেঁধে পিকআপ ভ্যানটি ছিনতাই করেছিল দুর্বৃত্তরা। এরপর সেটি দিয়ে টানা তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকায় সিরিজ ডাকাতি করে আসছিল তারা। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের এক নারী সদস্যও পড়েছিলেন এই ডাকাতদের কবলে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ পায় রাজধানীর সড়কে টানা এই ছিনতাই-ডাকাতির তথ্য। সিরিজ ডাকাতিতে জড়িত চার ডাকাতকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। ডাকাত সদস্যরা হলো মো. সোহেল, আক্তার ওরফে সোহরাব, আবির হোসেন ওরফে রাসেল ও মো. রনি। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, একটি পিকআপ ভ্যান, লুণ্ঠিত টাকা, চারটি স্মার্ট মোবাইল ফোন ও তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান কালবেলাকে বলেন, এই চক্রটি গত বৃহস্পতিবার আশুলিয়ায় চালকের হাত-পা বেঁধে পিকআপ ভ্যান ছিনতাই করে। এরপর সেটি দিয়ে একের পর ডাকাতি করে আসছিল। এর মধ্যে শুক্রবার ভোরে রাজারবাগ পুলিশ লাইনসের অদূরে একটি ও মোহাম্মদপুরে থানা এলাকায় একটি ডাকাতি করে। পরের দিন শনিবার তেজগাঁও ও বনানী থানা এলাকায় পৃথক দুটি ডাকাতি করে। তিনি বলেন, চক্রটি বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচটি ডাকাতি করেছে বলে তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু একটি ঘটনা ছাড়া আর কেউ পুলিশে অভিযোগ করেনি। হয়তো এর বাইরে আরও ডাকাতি-ছিনতাই করতে পারে। গ্রেপ্তার চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। চক্রের অন্য সদস্যদেরও ধরার চেষ্টা চলছে। ওই চার ডাকাতকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তারা। সেখানে জানানো হয়, গত শুক্রবার ভোরে কনস্টেবল নার্গিস আক্তার রিকশাযোগে ভিভিআইপি ডিউটিতে যাওয়ার সময় রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মোড়ে একটি পিকআপ তার রিকশার গতিরোধ করে। এরপর পিকআপের পেছন থেকে দুজন লোক এসে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে স্বর্ণের একটি চেইন ও হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পল্টন থানায় মামলা হয়। এরপরই ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, নারী পুলিশ সদস্য ডাকাতদের কবলে পরার ঘটনায় মামলা হওয়ার পর ডাকাত চক্রকে গ্রেপ্তারে মতিঝিল জোনের এডিসি রওশানুল হক সৈকতের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সরাসরি জড়িত চার ডাকাতকে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশের মতিঝিল বিভাগের অপর এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার চার ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এরা ডাকাতির পাশাপাশি পিকআপ ভ্যান ও লেগুনাসহ বিভিন্ন গাড়ি চালাতে পারে। তাদের চারজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এই চক্রে আরও কয়েক সদস্য রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন শান্ত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঠাও চালকের মৃত্যু

গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

আমি এখনো সেদিনের কথা ভুলতে পারি না : ঐন্দ্রিলা

গ্রিনল্যান্ড আক্রমণের পরিকল্পনা তৈরির নির্দেশ ট্রাম্পের

ড. ইউনূস নির্বাচনের পর কী করবেন, জানাল প্রেস উইং

বিইউবিটিতে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার উদ্বোধন

ঢাবি শিক্ষক গোলাম রাব্বানির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির দাবিতে স্মারকলিপি 

ঢাকা ক্যাপিটালসের অভিযোগের জবাবে যে ব্যাখ্যা দিল বিসিবি

প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার : গণশিক্ষা উপদেষ্টা

১০

আন্তর্জাতিক স্ক্র্যাপের দাম বাড়ছে, দেশে এমএস রডের বাজারেও ঊর্ধ্বগতি

১১

বাবা-ছেলেকে একাদশে রেখে অনন্য কীর্তি নোয়াখালীর

১২

তদন্তে প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল : প্রাথমিকের ডিজি

১৩

যে কোনো সময় ইরানে হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প

১৪

ঠান্ডারও মুড সুইং হচ্ছে : ভাবনা

১৫

দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই, জামায়াত নেতার বক্তব্য ভাইরাল

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ-প্রচারণা নিষিদ্ধ

১৭

গণতন্ত্র বেগম খালেদা জিয়ার উপহার : আমীর খসরু

১৮

উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের ভূমিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

১৯

জামায়াতের সঙ্গে মার্কিন কূটনীতিকদের বৈঠক

২০
X