কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

ছিনতাই করা পিকআপে ঢাকায় সিরিজ ডাকাতি

ছিনতাই করা পিকআপে ঢাকায় সিরিজ ডাকাতি
ঢাকার অদূরে আশুলিয়ায় অস্ত্রের মুখে চালকের হাত-পা বেঁধে পিকআপ ভ্যানটি ছিনতাই করেছিল দুর্বৃত্তরা। এরপর সেটি দিয়ে টানা তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকায় সিরিজ ডাকাতি করে আসছিল তারা। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের এক নারী সদস্যও পড়েছিলেন এই ডাকাতদের কবলে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ পায় রাজধানীর সড়কে টানা এই ছিনতাই-ডাকাতির তথ্য। সিরিজ ডাকাতিতে জড়িত চার ডাকাতকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। ডাকাত সদস্যরা হলো মো. সোহেল, আক্তার ওরফে সোহরাব, আবির হোসেন ওরফে রাসেল ও মো. রনি। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, একটি পিকআপ ভ্যান, লুণ্ঠিত টাকা, চারটি স্মার্ট মোবাইল ফোন ও তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান কালবেলাকে বলেন, এই চক্রটি গত বৃহস্পতিবার আশুলিয়ায় চালকের হাত-পা বেঁধে পিকআপ ভ্যান ছিনতাই করে। এরপর সেটি দিয়ে একের পর ডাকাতি করে আসছিল। এর মধ্যে শুক্রবার ভোরে রাজারবাগ পুলিশ লাইনসের অদূরে একটি ও মোহাম্মদপুরে থানা এলাকায় একটি ডাকাতি করে। পরের দিন শনিবার তেজগাঁও ও বনানী থানা এলাকায় পৃথক দুটি ডাকাতি করে। তিনি বলেন, চক্রটি বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচটি ডাকাতি করেছে বলে তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু একটি ঘটনা ছাড়া আর কেউ পুলিশে অভিযোগ করেনি। হয়তো এর বাইরে আরও ডাকাতি-ছিনতাই করতে পারে। গ্রেপ্তার চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। চক্রের অন্য সদস্যদেরও ধরার চেষ্টা চলছে। ওই চার ডাকাতকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তারা। সেখানে জানানো হয়, গত শুক্রবার ভোরে কনস্টেবল নার্গিস আক্তার রিকশাযোগে ভিভিআইপি ডিউটিতে যাওয়ার সময় রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মোড়ে একটি পিকআপ তার রিকশার গতিরোধ করে। এরপর পিকআপের পেছন থেকে দুজন লোক এসে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে স্বর্ণের একটি চেইন ও হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পল্টন থানায় মামলা হয়। এরপরই ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, নারী পুলিশ সদস্য ডাকাতদের কবলে পরার ঘটনায় মামলা হওয়ার পর ডাকাত চক্রকে গ্রেপ্তারে মতিঝিল জোনের এডিসি রওশানুল হক সৈকতের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সরাসরি জড়িত চার ডাকাতকে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশের মতিঝিল বিভাগের অপর এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার চার ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এরা ডাকাতির পাশাপাশি পিকআপ ভ্যান ও লেগুনাসহ বিভিন্ন গাড়ি চালাতে পারে। তাদের চারজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এই চক্রে আরও কয়েক সদস্য রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২ বছর  শাকিব খানের শিডিউলে নেই রায়হান রাফি

উপদেষ্টা পরিষদে ১১ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

নানা জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রা শুরু

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ : লুৎফুজ্জামান বাবর

অবসরে গেলেন মার্কিন মহাকাশচারী সুনিতা

মোসাব্বির হত্যা / জবানবন্দিতে অস্বীকৃতি, কারাগারে বিল্লাল

১২ ঘণ্টা পর রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

বাংলাদেশকে এবার বড় লজ্জা দিল পাকিস্তান

১০

দুদকের মামলায় আবেদ আলী কারাগারে

১১

বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১২

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিপন রিমান্ডে 

১৩

হাদি হত্যার আসামি রুবেল ৬ দিনের রিমান্ডে

১৪

মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি

১৫

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি : তারেক রহমান

১৬

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

১৭

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

১৮

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

১৯

সরকারের একটি মহল কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে : মির্জা আব্বাস 

২০
X