কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

ছিনতাই করা পিকআপে ঢাকায় সিরিজ ডাকাতি

ছিনতাই করা পিকআপে ঢাকায় সিরিজ ডাকাতি
ঢাকার অদূরে আশুলিয়ায় অস্ত্রের মুখে চালকের হাত-পা বেঁধে পিকআপ ভ্যানটি ছিনতাই করেছিল দুর্বৃত্তরা। এরপর সেটি দিয়ে টানা তিন দিন রাজধানীর বিভিন্ন এলাকায় সিরিজ ডাকাতি করে আসছিল তারা। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশের এক নারী সদস্যও পড়েছিলেন এই ডাকাতদের কবলে। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ পায় রাজধানীর সড়কে টানা এই ছিনতাই-ডাকাতির তথ্য। সিরিজ ডাকাতিতে জড়িত চার ডাকাতকে গত সোমবার রাতে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ। ডাকাত সদস্যরা হলো মো. সোহেল, আক্তার ওরফে সোহরাব, আবির হোসেন ওরফে রাসেল ও মো. রনি। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় বিভিন্ন অস্ত্র, একটি পিকআপ ভ্যান, লুণ্ঠিত টাকা, চারটি স্মার্ট মোবাইল ফোন ও তিনটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান কালবেলাকে বলেন, এই চক্রটি গত বৃহস্পতিবার আশুলিয়ায় চালকের হাত-পা বেঁধে পিকআপ ভ্যান ছিনতাই করে। এরপর সেটি দিয়ে একের পর ডাকাতি করে আসছিল। এর মধ্যে শুক্রবার ভোরে রাজারবাগ পুলিশ লাইনসের অদূরে একটি ও মোহাম্মদপুরে থানা এলাকায় একটি ডাকাতি করে। পরের দিন শনিবার তেজগাঁও ও বনানী থানা এলাকায় পৃথক দুটি ডাকাতি করে। তিনি বলেন, চক্রটি বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচটি ডাকাতি করেছে বলে তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু একটি ঘটনা ছাড়া আর কেউ পুলিশে অভিযোগ করেনি। হয়তো এর বাইরে আরও ডাকাতি-ছিনতাই করতে পারে। গ্রেপ্তার চারজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। চক্রের অন্য সদস্যদেরও ধরার চেষ্টা চলছে। ওই চার ডাকাতকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করেন পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তারা। সেখানে জানানো হয়, গত শুক্রবার ভোরে কনস্টেবল নার্গিস আক্তার রিকশাযোগে ভিভিআইপি ডিউটিতে যাওয়ার সময় রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মোড়ে একটি পিকআপ তার রিকশার গতিরোধ করে। এরপর পিকআপের পেছন থেকে দুজন লোক এসে গলায় চাকু ধরে ভয় দেখিয়ে স্বর্ণের একটি চেইন ও হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় পল্টন থানায় মামলা হয়। এরপরই ওই দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, নারী পুলিশ সদস্য ডাকাতদের কবলে পরার ঘটনায় মামলা হওয়ার পর ডাকাত চক্রকে গ্রেপ্তারে মতিঝিল জোনের এডিসি রওশানুল হক সৈকতের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সরাসরি জড়িত চার ডাকাতকে মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশের মতিঝিল বিভাগের অপর এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার চার ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এরা ডাকাতির পাশাপাশি পিকআপ ভ্যান ও লেগুনাসহ বিভিন্ন গাড়ি চালাতে পারে। তাদের চারজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এই চক্রে আরও কয়েক সদস্য রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার একসঙ্গে শাহরুখ-রজনীকান্ত

জুমাবারে মসজিদে সামনের কাতারে কি জায়গা জুড়ে রাখেন, যা বলছে ইসলাম

ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে নতুন দ্বন্দ্ব

মনটা দেশে পড়ে থাকে: কেয়া পায়েল

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? 

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ

দেশব্যাপী দোয়ার আয়োজন বিএনপির 

ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১০

আজ ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি

১১

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

১২

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

১৩

‘পাসপোর্ট-টিকিট লুট হয়ে গেল, এখন বিদেশে ফিরতে পারছি না’

১৪

ভয়াবহ বিমান দুর্ঘটনায় তদন্তে নেমেছে তুরস্ক ও লিবিয়া

১৫

কুয়াশার চাদরে ঢাকাসহ আশপাশের এলাকা, কমেছে তাপমাত্রা

১৬

আলোচনা না যুদ্ধবিরতি? কোন পথে যাচ্ছে সুদান

১৭

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

১৮

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১৯

সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

২০
X