নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লেবার পার্টির প্রধান ক্রিস হিপকিন্স। স্থানীয় সময় গতকাল বুধবার রাজধানী ওয়েলিংটনে হিপকিন্সকে শপথবাক্য পড়ান দেশটির গভর্নর জেনারেল সিন্ডি কিরো।
শপথ নেওয়ার পর হিপকিন্স বলেন, এটি আমার জন্য সবচেয়ে বড় সুযোগ ও দায়িত্ব। আমি সবসময় চ্যালেঞ্জ মোকাবিলায় উজ্জীবিত ও উচ্ছ্বসিত। এদিন উপপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ক্যারমেল সেপুলোনি। আলজাজিরা জানায়, গত সপ্তাহে প্রধানমন্ত্রী পদ থেকে জেসিন্ডা আরডেন আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর ৪৪ বছর বয়সী হিপকিন্স লেবার পার্টির প্রধান হন।