ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর বুধবার রাতে ম্যানচেস্টার সিটিকে ১-১ গোলে আটকে দিয়েছে ব্রাইটন। ড্রয়ের মাধ্যমে ইউরোপা লিগের আগামী মৌসুমে খেলা নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ষষ্ঠ স্থানে থাকা ক্লাবটি।
প্রথমার্ধেই দুটি গোলের সহজ সুযোগ নষ্ট করেন সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ড। তবে ২৫ মিনিটে হলান্ডের পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন ফোডেন। ৩৮ মিনিটে সেই গোল শোধ করেন ব্রাইটনের ১৯ বছর বয়সী প্যারাগুয়ে ফরোয়ার্ড হুলিও এনকিসো। তার গোলেই ব্রাইটন তাদের ১২১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিল ইউরোপিয়ান টুর্নামেন্টে। ম্যাচ শেষে ব্রাইটনের গোলকিপার জেসন স্টিল বলেছেন, ‘কী দুর্দান্ত একটা দল! খুব ভালো একজন কোচের অধীনে একতাবদ্ধ থেকে আমরা সাফল্যের দেখা পেয়েছি।’ পেপ গার্দিওলাও শুভেচ্ছা জানিয়েছেন ব্রাইটনকে। তিনি বলেন, ‘ব্যতিক্রমী একটা ম্যাচ। ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার জন্য ব্রাইটনকে অভিনন্দন।
আমরা যেভাবে ম্যাচটি খেলেছি, তাতে প্রমাণ হয়েছে কেন আমরা চ্যাম্পিয়ন হয়েছি। বল নিয়ে ও বল ছাড়া আমরা কী করতে পারি, সেটা দেখিয়েছি। আমাদের তাড়না ও পরিকল্পনায় এক বিন্দুও কমতি দেখিনি। তারা সুযোগ পেয়েছিল, আমরাও পেয়েছিলাম। আমরা একটি গোল করেছি, তারাও একটি করেছে।’ গার্দিওলা আরও বলেন, ‘এই সপ্তাহে আমাদের বিশ্রাম নিতে হবে এবং মানসিকভাবে সতেজ হয়ে উঠতে হবে। ছয় মাস ধরে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও আর্সেনালকে তাড়া করে খেলার পর বিশ্রাম এখন জরুরি। এখনকার অনুশীলন হচ্ছে স্রেফ ফুরফুরে থাকার জন্য।