শেখ হারুন
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে বাজেট সহায়তা চায় সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। চলতি অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেবে সংস্থাটি। এক ডলার সমান ১০৮ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৩২০ কোটি টাকা। জানা গেছে, আগামী মাসে ঋণ চুক্তি হবে এবং অর্থবছর শেষ হওয়ার আগেই অর্থ ছাড়া হবে। এডিবির এই ঋণ পেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে কিছুটা হলেও সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, অস্থিতিশীল বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেবে এডিবি। গত কয়েক মাস ধরে চলতি অর্থবছরের বাজেট সহায়তা নিয়ে এডিবি ও ইআরডির মধ্যে এ নিয়ে আলাপ-আলোচনার পর বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। এডিবি সূত্রে জানা গেছে, বোর্ড সভায় অনুমোদনের পর আগামী মাসের ৭ তারিখ ঋণ চুক্তি হতে পারে। এরই মধ্যে এডিবি এবং ইআরডির মধ্যে নেগোসিয়েশন হয়ে গেছে। চলতি অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেওয়া হবে। এর আগে গত মার্চে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে বাজেট সহায়তার কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। তখন তিনি বলেছিলেন, বাংলাদেশকে বাজেট সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এর আগে চলতি মাসের শুরুর দিকে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে আসে। তখন বিশ্বব্যাংকের ৫০ কোটি ৭০ লাখ ডলারের বাজেট সহায়তা যোগ হওয়ার পর এ রিজার্ভ ৩০ বিলিয়নের ওপরে উঠেছিল। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন কালবেলাকে বলেন, দেশে যেহেতু ডলার সংকট রয়েছে, সেই হিসেবে ডলার পাওয়াটা গুরুত্বপূর্ণ। ডলার সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তা কিছুটা ভূমিকা রাখবে। ৪০০ মিলিয়ন ডলার খুব একটা কম না। যেহেতু ঋণ চুক্তি হলেই বাজেট সাপোর্টের অর্থ ছাড় হয়ে যায়, সুতরাং এটা পেলে বর্তমান রিজার্ভের পতন ঠেকাতে কিছুটা হলেও সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এখন যে হারে ডলার বিক্রি করছে, সেখানে এটা খুব বেশি না। তারপরও রিজার্ভে কিছুটা হলেও যোগ হবে। এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতিবছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১০

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১১

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

১২

এবার দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৩

পৃথক ফৌজদারি ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করল সরকার

১৪

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

১৫

শুরুতে ঝড়, শেষে ম্লান বাংলাদেশ

১৬

টাঙ্গাইলে সরকারি চাল উদ্ধার

১৭

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৮

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে : জুলাই মঞ্চ

১৯

এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালে কত টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান?

২০
X