শেখ হারুন
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে বাজেট সহায়তা চায় সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। চলতি অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেবে সংস্থাটি। এক ডলার সমান ১০৮ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৩২০ কোটি টাকা। জানা গেছে, আগামী মাসে ঋণ চুক্তি হবে এবং অর্থবছর শেষ হওয়ার আগেই অর্থ ছাড়া হবে। এডিবির এই ঋণ পেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে কিছুটা হলেও সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, অস্থিতিশীল বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেবে এডিবি। গত কয়েক মাস ধরে চলতি অর্থবছরের বাজেট সহায়তা নিয়ে এডিবি ও ইআরডির মধ্যে এ নিয়ে আলাপ-আলোচনার পর বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। এডিবি সূত্রে জানা গেছে, বোর্ড সভায় অনুমোদনের পর আগামী মাসের ৭ তারিখ ঋণ চুক্তি হতে পারে। এরই মধ্যে এডিবি এবং ইআরডির মধ্যে নেগোসিয়েশন হয়ে গেছে। চলতি অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেওয়া হবে। এর আগে গত মার্চে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে বাজেট সহায়তার কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। তখন তিনি বলেছিলেন, বাংলাদেশকে বাজেট সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এর আগে চলতি মাসের শুরুর দিকে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে আসে। তখন বিশ্বব্যাংকের ৫০ কোটি ৭০ লাখ ডলারের বাজেট সহায়তা যোগ হওয়ার পর এ রিজার্ভ ৩০ বিলিয়নের ওপরে উঠেছিল। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন কালবেলাকে বলেন, দেশে যেহেতু ডলার সংকট রয়েছে, সেই হিসেবে ডলার পাওয়াটা গুরুত্বপূর্ণ। ডলার সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তা কিছুটা ভূমিকা রাখবে। ৪০০ মিলিয়ন ডলার খুব একটা কম না। যেহেতু ঋণ চুক্তি হলেই বাজেট সাপোর্টের অর্থ ছাড় হয়ে যায়, সুতরাং এটা পেলে বর্তমান রিজার্ভের পতন ঠেকাতে কিছুটা হলেও সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এখন যে হারে ডলার বিক্রি করছে, সেখানে এটা খুব বেশি না। তারপরও রিজার্ভে কিছুটা হলেও যোগ হবে। এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতিবছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীতের প্রকোপ কবে কমবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির শোক  

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

বেগম খালেদা জিয়া : বিদায় হে আপসহীন দেশনেত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

১০

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এবিএম ওবায়দুল

১১

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

১২

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

১৩

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

১৪

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

১৫

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

১৬

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

১৭

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

১৮

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

১৯

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

২০
X