শেখ হারুন
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০৯:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

৪০ কোটি ডলার ঋণ দেবে এডিবি
করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছে বাজেট সহায়তা চায় সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশকে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। চলতি অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেবে সংস্থাটি। এক ডলার সমান ১০৮ টাকা ধরে যার পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ৩২০ কোটি টাকা। জানা গেছে, আগামী মাসে ঋণ চুক্তি হবে এবং অর্থবছর শেষ হওয়ার আগেই অর্থ ছাড়া হবে। এডিবির এই ঋণ পেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকাতে কিছুটা হলেও সহায়তা করবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, অস্থিতিশীল বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেবে এডিবি। গত কয়েক মাস ধরে চলতি অর্থবছরের বাজেট সহায়তা নিয়ে এডিবি ও ইআরডির মধ্যে এ নিয়ে আলাপ-আলোচনার পর বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। এডিবি সূত্রে জানা গেছে, বোর্ড সভায় অনুমোদনের পর আগামী মাসের ৭ তারিখ ঋণ চুক্তি হতে পারে। এরই মধ্যে এডিবি এবং ইআরডির মধ্যে নেগোসিয়েশন হয়ে গেছে। চলতি অর্থবছরের বাজেট সহায়তা হিসেবে এই ঋণ দেওয়া হবে। এর আগে গত মার্চে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠক শেষে বাজেট সহায়তার কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। তখন তিনি বলেছিলেন, বাংলাদেশকে বাজেট সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এর আগে চলতি মাসের শুরুর দিকে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩০ বিলিয়নের নিচে নেমে আসে। তখন বিশ্বব্যাংকের ৫০ কোটি ৭০ লাখ ডলারের বাজেট সহায়তা যোগ হওয়ার পর এ রিজার্ভ ৩০ বিলিয়নের ওপরে উঠেছিল। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেট সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন কালবেলাকে বলেন, দেশে যেহেতু ডলার সংকট রয়েছে, সেই হিসেবে ডলার পাওয়াটা গুরুত্বপূর্ণ। ডলার সংকট মোকাবিলায় উন্নয়ন সহযোগীদের বাজেট সহায়তা কিছুটা ভূমিকা রাখবে। ৪০০ মিলিয়ন ডলার খুব একটা কম না। যেহেতু ঋণ চুক্তি হলেই বাজেট সাপোর্টের অর্থ ছাড় হয়ে যায়, সুতরাং এটা পেলে বর্তমান রিজার্ভের পতন ঠেকাতে কিছুটা হলেও সহায়তা করবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এখন যে হারে ডলার বিক্রি করছে, সেখানে এটা খুব বেশি না। তারপরও রিজার্ভে কিছুটা হলেও যোগ হবে। এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতিবছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের শেষ করলেন সুরজ-জাহ্নবী দম্পতি

মনোনয়ন না পেয়েও প্রার্থী হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ

সদরঘাট-দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

জঙ্গি নাটকের পুনরাবৃত্তি দেখতে চাই না : হেফাজতে ইসলাম

অ্যাশেজের দুই দিনের পিচকে যে রেটিং দিল আইসিসি

আসন পরিবর্তন করে নির্বাচন করার কারণ জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মরে না গেলে লড়ে যাব : রুমিন ফারহানা

খেজুর খাওয়ার সেরা সময় কখন, খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে?

১০

কোলেস্টেরল কমবে মাত্র ৩০ দিনে, জেনে নিন সহজ উপায়

১১

ব্যাটে-বলে ব্যর্থ চট্টগ্রাম, সহজ জয়ে রংপুরের শুভ সূচনা

১২

পুতিনের হাত ধরে মহাকাশে ইরান, উদ্বেগে পশ্চিমা বিশ্ব

১৩

টানা দ্বিতীয় দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

১৪

দলের বিদ্রোহী প্রার্থী হলে ব্যবস্থা গ্রহণ করা হবে : জিকে গউছ

১৫

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক এনসিপি নেতা

১৬

এসিআই ফর্মুলেশনস পিএলসির নগদ ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

১৭

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড

১৮

দেশ গড়তে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান তারেক রহমানের

১৯

একসঙ্গে ১৩ নেতাকে সুখবর দিল বিএনপি

২০
X