কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৩, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

খুলনা-বরিশালে প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা

খুলনা-বরিশালে প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা
আগামী ১২ জুন অনুষ্ঠেয় খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার প্রতীক পেয়েই প্রচারে নেমে পড়েন এই দুই সিটি করপোরেশনের অনেক প্রার্থী। খুলনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রতীক পাওয়ার পর নগরীর নিউমার্কেট থেকে গণসংযোগ শুরু করেন। নগরীর সর্বস্তরের মানুষের হাতে তুলে দেন তার আবেদন সংবলিত লিফলেট। অন্যদিকে প্রতীক নিয়ে বরিশাল নগরীর কাজীবাড়ি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। খুলনা ব্যুরো : গতকাল সকালে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকতা মো. আলাউদ্দীন। এসব প্রার্থী হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়াল (হাত পাখা), জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু (লাঙ্গল) ও জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেনকে গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেন মেয়র প্রার্থীরা। শুরু করেন মাঠের প্রচার। রিটার্নিং কর্মকর্তা আলাউদ্দীন বলেন, নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তিনি প্রার্থীদের প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি প্রত্যাশা করেন, সবার সহযোগিতায় এ নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ। এটি হবে যে কোনো প্রভাবমুক্ত নির্বাচন। গতকাল গণসংযোগ শুরুর দিনে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, বিগত দিনে চেষ্টা করেছি খুলনাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার। সরকারের সার্বিক সহযোগিতা ও নির্দেশনায় অনেক কাজ করেছি। এর পরও অনেক কাজ বাকি। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আবারও নগর ভবনে এলে অসমাপ্ত কাজ সমাপ্তের মধ্য দিয়ে খুলনাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলব। তালুকদার আব্দুল খালেক ছাড়াও এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল আউয়াল, জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু ও জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন দলীয় নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বরিশাল ব্যুরো : গতকাল সকালে নগরীর নথুল্লাবাদে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এই সিটির মেয়র প্রার্থীরা হলেন—আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান (ঘড়ি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ)। প্রতীক পেয়ে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। এরপর তিনি রূপাতলী হাউজিং এলাকার একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং সেখানেই জুমার নামাজ আদায় করেন তিনি। বিকেল ৪টায় বিসিসির ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা কাজীবাড়ি থেকে উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন নৌকার প্রার্থী। এ সময় আশপাশের শত শত বাসিন্দা তাকে স্বাগত জানান। মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, কাজীবাড়ির কাজী বাবুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থীদের বেলায় কোনো কোনো ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পরে প্রতীক নিয়ে মিছিল সহকারে গণসংযোগ শুরু করেন তারা। সাত মেয়র প্রার্থী ও ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬ জনের মধ্যে ১১৫ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৭ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী হওয়ায় কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এ ছাড়া সংরক্ষিত কাউন্সিলরের ১০ পদে ৪২ নারী প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর সবাইকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক বরাদ্দের শুরুতেই সাত মেয়র প্রার্থীর হাতে দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে নির্ধারিত প্রতীক তুলে দেন। ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে—হাসানাত গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : সব ভেদাভেদ ভুলে ১২ জুন নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। গতকাল শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী পৌরসভা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান। আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, বরিশাল সিটি করপোরেশনে আমার ছেলে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র ছিল। সে (সাদিক) যেহেতু মনোনয়ন পায়নি। তাই তার অনেক অনুসারীর মনে কষ্ট থাকতে পারে। তবে নৌকা মার্কার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে যে কোনো মূল্যে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। সভায় আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে কেন্দ্রীয় টিমের সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রয়োজন হলে কেন্দ্রীয় আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে নৌকা মার্কার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য মো. গোলাম কবীর রাব্বানী চিনু, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সংসদ সদস্য পঙ্কজ নাথ, শাহে আলম, সৈয়দা রুবিনা আক্তার মীরা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ হিরন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল 

সেনাবাহিনীর হাতে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক 

ইবি ছাত্রের রহস্যজন্যক মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রশিবিরের টর্চ মিছিল

বাঙলা কলেজ শিক্ষার্থী শহীদ সাগরের মৃত্যুবার্ষিকী আজ

কেশবপুরে ৩১ দফার প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু

মাদ্রাসা টিকে আছে বলেই আমাদের ওপর বিভিন্ন ঝড় ঝাপটা আসে : ধর্ম উপদেষ্টা 

ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্বপ্ন গড়ার সূতিকাগার

রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ পরিষদ বাঙলা কলেজ শাখার কমিটি গঠন

গণঅভ্যুত্থান মেহনতি মানুষের কষ্ট লাঘব করেনি : সাইফুল হক 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদকের ফেসবুক পোস্ট

১০

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যা করল মা ও ভাই

১১

এবার পুলিশের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল 

১২

বৃষ্টির দেখা নেই, আমন চাষে বিপাকে কৃষক

১৩

প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় কারা সুযোগ পাবে, বাছাই হবে যেভাবে

১৪

হাসপাতালের লিফটের নিচে পড়ে ছিল রোগীর অর্ধগলিত লাশ

১৫

পরিবারের সবাই ইয়াবা বিক্রেতা, অতঃপর…

১৬

নির্বাচন পেছাতে ‘সংস্কার-বিচারের’ নামে এখনো ষড়যন্ত্র চলছে : আমিনুল হক

১৭

ডাকাতের রশির ফাঁদে যুবকের মৃত্যু, আহত ২

১৮

সরকার উসকানি দিয়ে এনসিপিকে গোপালগঞ্জ পাঠিয়েছে : ড. রেদোয়ান

১৯

জুলাই আন্দোলনে শহীদ তিন পরিবারে কান্না থামেনি আজও

২০
X