পনির দিয়ে তৈরি স্ন্যাকস সুস্বাদু। তাই এসব খাবারের চাহিদা ও মূল্য বেশি। কিন্তু একটি মেট্রেস রিভিউ কোম্পানি দিয়েছে ব্যতিক্রমী ঘোষণা। তাদের ঘোষণা মতে, ঘুমের আগে পনির দিয়ে তৈরি স্ন্যাকস খেলেই দেওয়া হবে ১ হাজার ডলার (প্রায় ১ লাখ টাকা)। এ অর্থ পাবেন পাঁচজন সৌভাগ্যবান।
যে সংস্থা এ ঘোষণা দিয়েছে, তার নাম স্লিপ জাঙ্কি। এ ধরনের খাবার খেয়ে ঘুমালে প্রতিক্রিয়া কী হয়, তা গবেষণা করে দেখা লক্ষ্য। এ জন্য তারা পাঁচজনকে খুঁজছে বলে জানায়।
পনির দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পণ্য ঘুমের আগে খাওয়ার পর ওই পাঁচজনকে বলা হবে, তারা যেন তাদের ঘুমের বিষয়ে সচেতনভাবে নজর রাখেন এবং ঘুমের মাত্রা, দিনভর শারীরিক সক্ষমতা, স্বপ্ন বা দুঃস্বপ্ন সম্পর্কে লিখিত মূল্যায়ন সরবরাহ করেন। এ গবেষণা চলবে তিন মাস। সূত্র: ইউপিআই