আপাতত বিদ্যুৎ বিপর্যয় কাটিয়ে উঠতে পেরেছে পাকিস্তান। বিভ্রাটের প্রায় ২৪ ঘণ্টার মাথায় গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয় বলে দাবি করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। গত সোমবার সকালে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে অন্ধকারে ডুবে যায় দেশটি। খবর ডনের।
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খুররম দস্তগির গতকাল সকালে টুইটারে জানান, জাতীয় গ্রিডের সংযোগ পুরোপুরি চালু করা হয়েছে। তবে আরও কয়েকদিন বিদ্যুতের ঘাটতি থাকবে। জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত ১ হাজার ১১২টি স্টেশন আবারও চালু হয়েছে।
পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল ভোর সোয়া ৫টার দিকে দেশজুড়ে বিদ্যুৎ সংযোগ ফের চালু করা হয়েছে। দেশে ৬ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও ৩ হাজার ৫০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি উৎপাদনে যেতে ৭২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। এ সময় দেশজুড়ে লোডশেডিং হতে পারে।