রাশিয়ার আধাসামরিক বাহিনীর কামান্ডার আন্দ্রি মেদভেদেভ নরওয়েতে গ্রেপ্তার হয়েছেন। তিনি সেখানে পালিয়ে গিয়ে আশ্রয় প্রার্থনা করেছিলেন। নরওয়ে পুলিশের মুখপাত্র জন আন্দ্রেয়াস জোহানসেন বলেন, মেদভেদেভকে অভিবাসন আইনে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছরের মেদভেদেভকে অসলোর একটি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে বলে সোমবার বিবিসিকে জানান তার আইনজীবী। রাশিয়ার ফার নর্থ থেকে দুই সপ্তাহ আগে সীমান্ত পেরিয়ে মেদভেদেভ নরওয়ে প্রবেশ করেন। তিনিই রাশিয়ার ওয়াগনার গ্রুপের (ভাড়াটে সেনাদল) প্রথম সদস্য, যিনি ওই দেশে পালিয়ে গেছেন। ক্রেমলিন ঘনিষ্ঠ ওয়ানগার গ্রুপকে অনেক অভিযানে ব্যবহার করেছে রাশিয়া।