তোফায়েল আহমেদ
২৫ ডিসেম্বর ২০২২, ০১:১২ এএম
প্রিন্ট সংস্করণ

আমার মা

আজ মায়ের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ২৫ ডিসেম্বর সবার মায়া ত্যাগ করে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীতে প্রত্যেক সন্তানের কাছে মা পরমারাধ্য। আমার জীবনেও মা প্রিয় মানুষ, শ্রেষ্ঠ সম্পদ। মায়ের স্নেহ-আদর আর মমতায় বড় হয়েছি। মায়ের স্নেহরাজি আজও অন্তরে প্রবহমান। মায়ের পবিত্র মুখখানি যখনই চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় এখুনি মায়ের কাছে ছুটে যাই। জন্মলগ্ন থেকে পরিণত বয়স পর্যন্ত, প্রতিটি ধাপে মা যত্ন করে আমায় গড়ে তুলেছেন। মা ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। শৈশব আর কৈশোরের সেই দিনগুলোর কথা ভাবলে দুচোখ ভিজে যায়। প্রতিবার নির্বাচনী জনসংযোগে যাওয়ার প্রাক্কালে কাছে টেনে পরমাদরে কপালে চুমু খেয়ে প্রাণভরে দোয়া করতেন মা। মমতাময়ী মায়ের সেসব কোমল স্মৃতি খুব মনে পড়ে।

আমার বাবা মৃত্যুবরণ করেন ১৯৭০ সালের ২৫ এপ্রিল। সেদিন আওয়ামী লীগের জনসভা ছিল চট্টগ্রামের মিরেরশ্বরাইয়ে। বাবার মৃত্যু সংবাদ আমার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন। তিনি চট্টগ্রামে আমাদের প্রিয় নেতা এমএ আজিজকে জানিয়েছিলেন, ‘তোফায়েলের বাবা মৃত্যুবরণ করেছেন।’ মিরেরশ্বরাইর জনসভায় এমএ আজিজ ভাইসহ যখন সভা করছি, তখন আমার বক্তৃতা শেষে আজিজ ভাই বললেন, আমি যেন অনতিবিলম্বে ভোলা চলে যাই। বিশাল সেই জনসভায় লাখো লোক জমায়েত হয়েছিল। বক্তৃতা শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু ভাইয়ের ছোট ভাই বশুরুজ্জামান—যিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তার গাড়িতে চাঁদপুর পর্যন্ত পৌঁছে দেন এবং ২৬ এপ্রিল সকালবেলা গ্রামের বাড়ি পৌঁছাই। ততক্ষণে বাবার দাফন হয়ে গেছে। বাবার সঙ্গে আমার শেষ দেখা হয় ’৭০-এর ১৭ এপ্রিল।

প্রতিবছর ভোলায় গ্রামের বাড়িতে বাবা-মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে তাদের স্মরণ করি। আমার বাবার নাম আজহার আলী, মা ফাতেমা খানম। আমি দাদা-দাদি, নানা-নানিকে দেখিনি। মা ১৯১৪ সালে জন্মগ্রহণ করেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। বাবা-মায়ের সুখের সংসার। তিন ভাই, চার বোনের মধ্যে আমরা সবাই মায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতাম।

দশম শ্রেণিতে আমি ক্লাস ক্যাপ্টেন থেকে হলাম স্কুল ক্যাপ্টেন। মনে পড়ে, স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী, রাজনৈতিক সচিব হিসেবে বরিশালে তার সফরসঙ্গী হয়েছিলাম। বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানানোর জন্য জেলা প্রশাসক থেকে শুরু করে সব গণ্যমান্য ব্যক্তি সারিবদ্ধভাবে দাঁড়ানো। প্রেজেন্টেশন লাইনে দেখি আমার স্কুলের শিক্ষক তসীর আহমেদ স্যার দাঁড়িয়ে আছেন। বঙ্গবন্ধুর সঙ্গে করমর্দন করবেন। তিনি তখন বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক। বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে বললাম, বঙ্গবন্ধু, আমার স্যার। বঙ্গবন্ধু সঙ্গে সঙ্গে বললেন, ‘তুমি এখনো সালাম করো নাই।’ আমি দ্রুত তার পা ছুঁয়ে সালাম করলাম। পরিবার, বিশেষ করে মা, শিক্ষালয় এবং বঙ্গবন্ধুর থেকে অর্জিত এসব মূল্যবোধ দিয়েই গড়ে উঠেছে আমার জীবন ও আচরণ।

ভোলায় গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে আমার পরম শ্রদ্ধেয় মা-বাবা যেখানে চিরনিদ্রায় শায়িত, সেখানে কবর ফলকে হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি উৎকীর্ণ আছে এভাবে—‘মা-বাবা চলে গেছেন অনেক আগে/চিরনিদ্রায় শায়িত আছেন তোমারই পাশে/তুমিও চলে গেলে আমাদের/সকলকে কাঁদিয়ে,/তবুও তোমরা আছ সর্বক্ষণ/আমাদের হৃদয়জুড়ে।/মা, প্রতি মুহূর্ত তোমাদের অভাব/অনুভব করি।’/তোমার মনু (তোফায়েল)।

লেখক : আ.লীগ নেতা ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অবরোধ সমর্থনে মিছিল করেছে সমমনা জোট 

জলবায়ু সম্মেলন : জরুরিভিত্তিতে প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলার তহবিলের বকেয়া পরিশোধের দাবি

নির্বাচনের হলফনামা / সম্পদ-অর্থ বেড়েছে রাজশাহীর মন্ত্রী-এমপিদের, অধিকাংশই কোটিপতি

বৈদেশিক মুদ্রা ব্যাংকে রাখলে ৭ শতাংশ সুদ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন খবর জানালেন নিপুণ

রাজধানীতে অবরোধ সমর্থনে নুরের নেতৃত্বে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৪ দলের নেতারা

নিউজিল্যান্ডকে হারানো টেস্ট দলের সাথে পাপনের নৈশভোজ

অস্ত্র হাতে আ.লীগের সমাবেশে বিএনপি নেতা, শাহজাহান ওমরকে শোকজ

চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে চোর নিহত

১০

ঢাকার ১৫টি আসনে মনোনয়ন বৈধ ১২৪ প্রার্থীর, বাতিল ৬৪

১১

মহাখালী এলাকায় বিএনপি নেতা শ্রাবণের নেতৃত্বে মিছিল

১২

বিশ্বস্ততায় বঙ্গবন্ধুর ছিল শেখ মণি, শেখ হাসিনার আছে যুবলীগ : শেখ পরশ

১৩

রামপুরায় ছাত্রদলের বিক্ষোভ, ২ জনকে আটকের অভিযোগ 

১৪

উইন্ডিজের জয়ের নায়ক হোপের অনুপ্রেরণা ধোনি

১৫

রাজনৈতিক দলগুলোর ইশতেহারে নারী অধিকার উল্লেখ জরুরি

১৬

হলফনামা বিশ্লেষণ / জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সম্পদ বেড়েছে বহুগুণ

১৭

সুনামগঞ্জে ৯ জনের মনোনয়ন বাতিল

১৮

সিইসি ও নির্বাচন কমিশনাররা ‘আধা-রোবট’ : রিজভী

১৯

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে সাবেক রাষ্ট্রদূতকে গ্রেপ্তার

২০
X