তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নাকফুল-কাণ্ড! এবার লড়াই শাকিব-বুবলীর

নাকফুল-কাণ্ড! এবার লড়াই শাকিব-বুবলীর
৩৪ বছরে পা রাখলেন জনিপ্রয় চিত্রনায়িকা শবনম বুবলী। গত শনিবার ছিল তার জন্মদিন। এ উপলক্ষে স্বামী শাকিব খান তাকে একটি ‌‘ডায়মন্ডের ‌নাকফুল’ উপহার দিয়েছেন—এমনটাই জানান বুবলী। তবে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এ নিয়ে প্রকাশ্যে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। বুবলীকে শাকিবের ডায়মন্ডের নাকফুল উপহার দেওয়ার খবরে ফেসবুকে পোস্ট দেন অপু বিশ্বাস। নাম উল্লেখ না করলেও এই খোঁচা যে তাকে উদ্দেশ্য করেই, সেটা বুঝে পাল্টা জবাব দেন বুবলী। এমন পাল্টাপাল্টি বক্তব্যে ভক্তরা ভেবেই নিয়েছিল জন্মদিনে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন শাকিব। কিন্তু ‘কিং খান’ জানালেন ভিন্ন কথা—জন্মদিনে বুবলীর পাওয়া ডায়মন্ডের নাকফুল নাকি তার দেওয়া উপহার নয়। শাকিব বললেন, ‘তিনি (বুবলী) ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।’ ঢালিউড সুপারস্টার আরও বলেন, ‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’ এবার জল গড়াল আরও খানিকটা। শাকিবের এমন বক্তব্যকে ‘মানহানিকর’ বলে দাবি করলেন বুবলী। তিনি বললেন, ‘প্রায় সাত বছর ধরে ওর (শাকিব) সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে কখনো তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার সম্মান যেন ঠিক থাকে সবসময় সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাতে কী হলো? সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’ বুবলী আরও বলেন, ‘দুদিন পরপর আমাকে নিয়ে এভাবে মন্তব্য করা তো মেনে নেওয়া যায় না। আমি তো সবকিছু ঠিক রাখতে কম চেষ্টা করছি না। যখন তার সঙ্গে যোগাযোগ থাকে তখন একরকম। আবার একটু দূরে এলেই আরেকরকম। কিন্তু আমি তো তার সম্মানহানি হয় এমন কখনো কিছু বলিনি, করিনি।’ প্রসঙ্গত, গোপনে শাকিব-বুবলী বিয়ে করেছেন এমনটা শোনা যাচ্ছিল কয়েক বছর ধরেই। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছিলেন না দুই তারকার কেউই। অবশেষে সত্য হয় সেই গুঞ্জন। গত সেপ্টেম্বরে হঠাৎ করেই প্রকাশ্যে আসে মা-বাবা হয়েছেন শাকিব-বুবলী। পুত্রসন্তানের বয়স আড়াই বছর। আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে মা হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম শেহজাদ খান বীর। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাকিব খান। সেটাও ছিল গোপন। এ সংসারে শাকিবের পুত্রসন্তান আব্রাম খান জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১০

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১১

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১২

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৩

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৪

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৫

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৬

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৭

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১৮

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৯

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

২০
X