তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

নাকফুল-কাণ্ড! এবার লড়াই শাকিব-বুবলীর

নাকফুল-কাণ্ড! এবার লড়াই শাকিব-বুবলীর
৩৪ বছরে পা রাখলেন জনিপ্রয় চিত্রনায়িকা শবনম বুবলী। গত শনিবার ছিল তার জন্মদিন। এ উপলক্ষে স্বামী শাকিব খান তাকে একটি ‌‘ডায়মন্ডের ‌নাকফুল’ উপহার দিয়েছেন—এমনটাই জানান বুবলী। তবে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এ নিয়ে প্রকাশ্যে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। বুবলীকে শাকিবের ডায়মন্ডের নাকফুল উপহার দেওয়ার খবরে ফেসবুকে পোস্ট দেন অপু বিশ্বাস। নাম উল্লেখ না করলেও এই খোঁচা যে তাকে উদ্দেশ্য করেই, সেটা বুঝে পাল্টা জবাব দেন বুবলী। এমন পাল্টাপাল্টি বক্তব্যে ভক্তরা ভেবেই নিয়েছিল জন্মদিনে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন শাকিব। কিন্তু ‘কিং খান’ জানালেন ভিন্ন কথা—জন্মদিনে বুবলীর পাওয়া ডায়মন্ডের নাকফুল নাকি তার দেওয়া উপহার নয়। শাকিব বললেন, ‘তিনি (বুবলী) ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।’ ঢালিউড সুপারস্টার আরও বলেন, ‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’ এবার জল গড়াল আরও খানিকটা। শাকিবের এমন বক্তব্যকে ‘মানহানিকর’ বলে দাবি করলেন বুবলী। তিনি বললেন, ‘প্রায় সাত বছর ধরে ওর (শাকিব) সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে কখনো তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার সম্মান যেন ঠিক থাকে সবসময় সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাতে কী হলো? সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’ বুবলী আরও বলেন, ‘দুদিন পরপর আমাকে নিয়ে এভাবে মন্তব্য করা তো মেনে নেওয়া যায় না। আমি তো সবকিছু ঠিক রাখতে কম চেষ্টা করছি না। যখন তার সঙ্গে যোগাযোগ থাকে তখন একরকম। আবার একটু দূরে এলেই আরেকরকম। কিন্তু আমি তো তার সম্মানহানি হয় এমন কখনো কিছু বলিনি, করিনি।’ প্রসঙ্গত, গোপনে শাকিব-বুবলী বিয়ে করেছেন এমনটা শোনা যাচ্ছিল কয়েক বছর ধরেই। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছিলেন না দুই তারকার কেউই। অবশেষে সত্য হয় সেই গুঞ্জন। গত সেপ্টেম্বরে হঠাৎ করেই প্রকাশ্যে আসে মা-বাবা হয়েছেন শাকিব-বুবলী। পুত্রসন্তানের বয়স আড়াই বছর। আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে মা হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম শেহজাদ খান বীর। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাকিব খান। সেটাও ছিল গোপন। এ সংসারে শাকিবের পুত্রসন্তান আব্রাম খান জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১০

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১১

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১২

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৩

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৪

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৫

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৬

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৭

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

২০
X