কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
৩৪ বছরে পা রাখলেন জনিপ্রয় চিত্রনায়িকা শবনম বুবলী। গত শনিবার ছিল তার জন্মদিন। এ উপলক্ষে স্বামী শাকিব খান তাকে একটি ‘ডায়মন্ডের নাকফুল’ উপহার দিয়েছেন—এমনটাই জানান বুবলী। তবে ঘটনা মোড় নেয় অন্যদিকে। এ নিয়ে প্রকাশ্যে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
বুবলীকে শাকিবের ডায়মন্ডের নাকফুল উপহার দেওয়ার খবরে ফেসবুকে পোস্ট দেন অপু বিশ্বাস। নাম উল্লেখ না করলেও এই খোঁচা যে তাকে উদ্দেশ্য করেই, সেটা বুঝে পাল্টা জবাব দেন বুবলী। এমন পাল্টাপাল্টি বক্তব্যে ভক্তরা ভেবেই নিয়েছিল জন্মদিনে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন শাকিব। কিন্তু ‘কিং খান’ জানালেন ভিন্ন কথা—জন্মদিনে বুবলীর পাওয়া ডায়মন্ডের নাকফুল নাকি তার দেওয়া উপহার নয়।
শাকিব বললেন, ‘তিনি (বুবলী) ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটা কথা বলতে চাই, কোনো ধরনের ডায়মন্ড নাকফুল আমি তাকে উপহার দিইনি।’
ঢালিউড সুপারস্টার আরও বলেন, ‘সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।’
এবার জল গড়াল আরও খানিকটা। শাকিবের এমন বক্তব্যকে ‘মানহানিকর’ বলে দাবি করলেন বুবলী। তিনি বললেন, ‘প্রায় সাত বছর ধরে ওর (শাকিব) সঙ্গে সম্পর্ক। এই সাত বছরে কখনো তার সম্মানহানি হয় এমন কোনো কথা কখনো কোথাও বলিনি। তার সম্মান যেন ঠিক থাকে সবসময় সেদিকে খেয়াল করে চলেছি। তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাতে কী হলো? সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে। আমার ইমেজ নষ্ট করছে।’
বুবলী আরও বলেন, ‘দুদিন পরপর আমাকে নিয়ে এভাবে মন্তব্য করা তো মেনে নেওয়া যায় না। আমি তো সবকিছু ঠিক রাখতে কম চেষ্টা করছি না। যখন তার সঙ্গে যোগাযোগ থাকে তখন একরকম। আবার একটু দূরে এলেই আরেকরকম। কিন্তু আমি তো তার সম্মানহানি হয় এমন কখনো কিছু বলিনি, করিনি।’
প্রসঙ্গত, গোপনে শাকিব-বুবলী বিয়ে করেছেন এমনটা শোনা যাচ্ছিল কয়েক বছর ধরেই। তবে বিষয়টি নিয়ে মুখ খুলছিলেন না দুই তারকার কেউই। অবশেষে সত্য হয় সেই গুঞ্জন। গত সেপ্টেম্বরে হঠাৎ করেই প্রকাশ্যে আসে মা-বাবা হয়েছেন শাকিব-বুবলী। পুত্রসন্তানের বয়স আড়াই বছর। আরও জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে মা হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানের নাম শেহজাদ খান বীর। এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাকিব খান। সেটাও ছিল গোপন। এ সংসারে শাকিবের পুত্রসন্তান আব্রাম খান জয়।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক
১
বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম
২
বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান
৩
দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক
৪
চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই
৫
গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর
৬
ইতালিতে জরুরি অবস্থা জারি
৭
মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন
৮
এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ
৯
চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত
১০
দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল
১১
সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১২
বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
১৩
খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে
১৪
ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
১৫
রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন
১৬
বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার
১৭
রাজধানীতে আজ কোথায় কী
১৮
গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা