সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লে. জেনারেল আসিম মুনির। গত বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে এই পদে বেছে নেন। এখন প্রেসিডেন্ট আরিফ আলভীর অনুমোদন পেলে বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ারের স্থলাভিষিক্ত হবেন তিনি। খবর দ্য ডনের।
দ্য ডনের প্রতিবেদনে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকে একজন অসাধারণ সামরিক কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে প্রযুক্তিগত বিষয়ে জড়িত থাকার কারণে আগেই মনে করা হয়েছিল, লেফটেন্যান্ট জেনারেল আসিম নতুন সেনাপ্রধান হওয়ার দৌড়ে ডার্ক হর্স হতে পারেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে আসিম মুনির দুই তারকা জেনারেলের পদে উন্নীত হন; কিন্তু তিনি দুই মাস পরে সেই দায়িত্ব গ্রহণ করেন। একইভাবে সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তার চার বছরের মেয়াদ আগামী ২৭ নভেম্বর শেষ হবে। আর এই একই সময়ে সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির বর্তমান চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা এবং সেনাপ্রধান জেনারেল বাজওয়া অবসরে যাবেন। লেফটেন্যান্ট জেনারেল মুনির অফিসার্স ট্রেনিং স্কুল প্রোগ্রামের মাধ্যমে চাকরিতে প্রবেশ করেন এবং ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এ ছাড়া বিদায়ী সেনাপ্রধানের অধীনে একজন ব্রিগেডিয়ার হিসেবে ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াতে সৈন্যদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের শুরুতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা মহাপরিচালক নিযুক্ত হন এবং পরের বছর অক্টোবরে তাকে আন্তঃবাহিনী গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত আব্দুল্লাহ