মো. তানজিমুল ইসলাম
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ০৯:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক

নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক
অতি সাধারণ মানুষের কাছে ‘জেন্ডার’ মানে নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের ‘নির্যাতন’ টাইপের একটি বিষয়। আশির দশকে বিষয়টি প্রায় এমনই ছিল কিন্তু কালক্রমে এ ধারণার অনেক পরিবর্তন সাধিত হলেও জনমনে ভ্রান্ত ধারণাটি যেন অস্থি-মজ্জার সঙ্গে মিশে আছে। উন্নয়ন জগতে ‘জেন্ডার’ হলো নারী-পুরুষের সমতায়নের লক্ষ্যে প্রয়োজনীয় বা বিশেষ উদ্যোগ। জাতীয় উন্নয়নের লক্ষ্যে আমাদের সমাজে নারী-পুরুষরা যখন সমানতালে কাজ করছে এবং সর্বোপরি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব বণ্টন করে নিচ্ছে, জেন্ডারের উদ্দেশ্যও ঠিক তখনই সফল হচ্ছে। সময়ের প্রয়োজনে, পরিস্থিতির বিবেচনায় কৌশলগত কারণে ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নারীর প্রতি পুরুষের; পক্ষান্তরে, পুরুষের প্রতি নারীর যে সহযোগিতা-সহমর্মিতা ও কাজ করার অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেওয়ার যে উদ্যোগ, তা-ই মূলত উন্নয়ন জগতে ‘জেন্ডার’ হিসেবে অভিহিত। বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পার করেছে; সরকারি-বেসরকারি নানাবিধ পদক্ষেপের ফলে নারীরা আজ প্রায় সর্বদিক থেকেই এগিয়ে চলেছে। শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতি-অধিকার-মতপ্রকাশের স্বাধীনতা-স্বনির্ভরতায় নারীরা দৃষ্টান্তমূলক অবদান রাখলেও আজও নারীর প্রতি সহিংসতা ঘটে হরহামেশায়। ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে’ বিশ্বব্যাপী ক্যাম্পেইন, প্রতিবাদ, সমাবেশ, গোলটেবিল বৈঠক, মানববন্ধন কর্মসূচি, ইত্যাদি প্রচলিত। বছরের পর বছর চলে যায়, সময়ের আপন নিয়মে কর্মসূচি পালিত হতে থাকে, তবু একটি বিশেষ শক্তিধর গোষ্ঠী বহাল তবিয়তে তাদের পৌরুষ আচরণ প্রতিষ্ঠা করতে থাকে নানা কায়দায়। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় বাংলাদেশেও একজন মেয়েকে ‘নারী’ হয়ে ওঠা পর্যন্ত তার চলাফেরা, মতামত প্রকাশ এমনকি যাবতীয় ইচ্ছা-অনিচ্ছার গাইডলাইন নির্ধারণ করে দেওয়া হয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী নির্যাতনের শিকার হন। বিশ্বের ন্যায় বাংলাদেশও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ও মানবাধিকার প্রতিষ্ঠায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর—এই ১৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সত্যিকার অর্থে যতদিন নারীরা নির্ভয়ে ও স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, যতদিন নারীদের নিরাপত্তা ও সহিংসতা নিয়ে আতঙ্কে থাকতে হবে, ততদিন বিশ্ব নারীদের সমানাধিকারের ব্যাপারে অহংকার করতে পারবে না। নারী নির্যাতন প্রতিরোধে নারীদের বিভিন্ন ঐক্যজোট রয়েছে, টকশোতে আলোচনার ঝড়ও ওঠে। অথচ নির্যাতিত নারীরা এখনো লুকিয়ে-লুকিয়ে, ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাঁদছে আড়ালে-আবডালে! এহেন অনিয়ম-অন্যায়-অনাচার-বৈষম্য দূরীকরণে সবার ঐকমত্য সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি, আসুন, জাতি-ধর্ম-লিঙ্গ-বর্ণ-নির্বিশেষে জেন্ডার সহিংসতা নির্মূল করতে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে জেন্ডার সংবেদনশীল হই এবং আসুন, বন্ধ করি নারীর প্রতি সব ধরনের সহিংসতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়রথ অব্যাহত

মৌমাছির কামড়ে প্রাণ গেল যুবকের, আহত ১৬

ভারতে বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদে সিকৃবিতে বিক্ষোভ

হাকালুকিতে পরিযায়ী পাখি কমেছে : জরিপ

বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা-প্রতিবাদ

বিজিএমিএ'র সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন 

পাঠ্যপুস্তুক থেকে আওয়ামী বয়ান বাতিল করার দাবি ইউট্যাবের

তাঁতী দলের পাবনা জেলা সভাপতির মৃত্যুতে শোক

ছাত্রশিবির সেক্রেটারিকে হেনস্তা, জবির রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর নিন্দা

শিশু আয়ানের তদন্ত প্রতিবেদনে যা উঠে এলো

১০

চবিতে পিআইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১১

ক্ষোভ ঝাড়লেন পরীমণি

১২

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ জনসভা অনুষ্ঠিত

১৩

‘দোষারোপের রাজনীতি ফ্যাসিবাদীদের মাথাচাড়া দেওয়ার সুযোগ তৈরি করবে’

১৪

সাঈদীর সেই ময়দানে ওয়াজ করবেন আজহারী

১৫

বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা-প্রতিবাদ

১৬

সীমান্তে আটক মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

১৭

ট্রাম্পের অনুরোধেও সামরিক বিমান নামতে দেয়নি মেক্সিকো

১৮

জবি শিবির সেক্রেটারির কাছে ক্ষমা চাইলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি

১৯

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান সিপিবির

২০
X