সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
চলমান সভ্যতার
সবটুকু আধুনিকতা
মেনে নিয়েও তুমি বলছো-
আমি অশ্লীল, স্পর্শে ছিল পাপ!
প্রযুক্তির কাঁধে ভর দিয়ে
গোপনে তুমিও ডোবো
নীল দুনিয়ার গাঢ় সুখে।
তখন কি তুমি নিজেকে
বিন্দুমাত্র বঞ্চিত করো
কাঙ্ক্ষিত সুখ থেকে...?
তোমাকে ছুঁয়েছিলাম
ভালোবাসায়, মমতায়।
ছুঁয়েছিলাম প্রেমে ও যত্নে।
হ্যাঁ...আমিই তোমাকে
ছুঁয়েছিলাম।
বিশুদ্ধ শারীরিক কামনায়।
আঙুলের স্পর্শ ছিল
শ্বাস-প্রশ্বাসের গরম ভাপ ছিল
ছিল ঘেমে যাওয়া শরীরের গন্ধ।
অথচ আমি অশ্লীল।
আমার অস্তিত্ব অবৈধ।
কবি পরিচিতি : কবি প্রদীপ্ত মোবারক একজন সুপরিচিত আধুনিক কবি। তার কবিতার প্রধান বিষয়বস্তু হচ্ছে প্রেম-দ্রোহ, সমাজচেতনা ও দেশপ্রেম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে পড়াশোনা শেষ করেন তিনি। বর্তমানে বাংলা কবিতার ছন্দ নিয়ে গবেষণার কাজ করছেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন