কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সাত মসজিদের সড়ক বিভাজকে লাগানো হলো বাহারি ফুলের গাছ

সাত মসজিদের সড়ক বিভাজকে লাগানো হলো বাহারি ফুলের গাছ
বাহারি ফুলের গাছে সজ্জিত করা হচ্ছে ধানমন্ডি এলাকার সাত মসজিদ সড়কের বিভাজক (মিডিয়ান)। রঙ্গন, কামিনী, বাগান বিলাস, চন্দ্রপ্রভা (টেকোমা) ও কাঞ্চন ফুলে সাত মসজিদ সড়কের বিভাজককে সাজিয়ে তুলতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে ফুলের গাছ লাগানো শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় সাড়ে ১০ লাখ টাকা। প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রেখে সাত মসজিদ সড়কের মোট ১ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের বিভাজকের মধ্যে ইতোমধ্যে ৮০০ মিটার অংশে প্রায় ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে। এক হাজার ৭শ মিটার দৈর্ঘ্যের এ সডক বিভাজকে ফুলের গাছ লাগানো এবং সে জন্য প্রয়োজনীয় ভিটি বালু, মাটি, গোবর ও সার ক্রয়ে ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে। সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা)’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, আমরা সাত মসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় ১ হাজার ৫০০ গাছ লাগানো হবে। আশা করি, আগামী দুদিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করতে আমাদের কার্যক্রম সম্পন্ন হবে। ধানমন্ডিতে সড়ক বিভাজকের গাছ কাটা প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গত মঙ্গলবার বলেন, ‘আমরা নাকি সাত মসজিদ সড়কে ৫৩৬টি গাছ কেটেছি। এটা পুরোটাই ভুল, মিথ্যা। অল্প কয়টি গাছ কাটা হয়েছে। আর মনে হয় ৩০টি গাছ বাকি আছে। সড়ক বিভাজকের মাঝে বড় গাছের প্রচলন আমরা আর করছি না। আমরা ছোট গাছ এবং ফুল গাছের প্রচলন রাখছি। উন্নত দেশে সড়ক বিভাজকের মাঝে কেউ বড় গাছ দেয় না। এটা ঝুঁকিপূর্ণ, অনেক গাছ পড়ে প্রাণহানি ঘটেছে। এটিও মাথায় রাখতে হবে। একটি গাছ নষ্ট কিংবা অপসারিত হলে তিনটি গাছ লাগানো হবে।’ দক্ষিণ সিটি করপোরেশন গত বছরের সেপ্টেম্বরে সড়কদ্বীপ, ফুটপাত, সড়ক বিভাজকের সৌন্দর্য বর্ধনের জন্য ৯ কোটি ৬২ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়, যার আওতায় সাত মসজিদ সড়কের সড়ক বিভাজকের উন্নয়ন কাজ করা হচ্ছে। মোট বাজেটের দুই কোটি টাকা ব্যয় হবে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সাত মসজিদ রোডের উন্নয়নে। গত বছরের ২০ সেপ্টেম্বর শুরু হওয়া প্রকল্পটি চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় সড়কের সৌন্দর্য বাড়াতে গাছ কেটে নতুন করে সড়ক বিভাজক তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি। এ জন্য গত জানুয়ারি মাসেও ওই সড়কে গাছ কেটেছিল সংস্থাটি। তখন এ নিয়ে নানা মহলের সমালোচনার মুখে গাছ কাটা বন্ধ রাখা হয়। গত ৩০ এপ্রিল গভীর রাত থেকে দ্বিতীয় দফায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ সড়ক বিভাজকের গাছ আবার কাটতে শুরু করে। ওই দিন রাতেও গাছ কাটতে বাধা দেওয়া হয়। পরিবেশবাদীসহ বিভিন্ন নাগরিক ও সাংস্কৃতিক সংগঠন এই গাছ কাটার বিরোধিতা করছে। তারা নানা কর্মসূচিও পালন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল

নদীতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ অনুষ্ঠিত

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্তকে যে শাস্তি দিল এলাকাবাসী

কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো খণ্ডিত পা

‘আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না’

ফিশিং বোটে মিলল ৩৭৫ বস্তা সিমেন্ট, গন্তব্য ছিল মিয়ানমার

ছাত্রদলের দুই নেতাকে শোকজ 

ফুটবল ও ক্রিকেট, দুই বিশ্বকাপেই খেলবে যেসব দেশ

১০

চুল পড়া আর খুশকির সমস্যা বাড়াচ্ছেন নিজের ৬ অভ্যাসে

১১

তাসফিনের হাত পুনঃসংযোজন এক বিরল সাফল্য : রিজভী

১২

অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু

১৩

নির্বাচনে জনগণই তাদের ভোট পাহারা দেবে : সালাহউদ্দিন আহমদ

১৪

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধ করল পাকিস্তান সরকার

১৫

১ যুগের নতুন দিগন্তে কুবিসাস

১৬

তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি : আমীর খসরু 

১৭

দুর্যোগ মোকাবিলায় স্কাউটদের ভূমিকা অনন্য : শিক্ষা উপদেষ্টা

১৮

আইজিপি বাহারুলকে বরখাস্তের দাবিতে প্রধান উপদেষ্টাকে আইনজীবীর চিঠি

১৯

নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন তথ্য জানালেন আনচেলত্তি

২০
X