মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশ থেকে চাকরিচ্যুত ১৩০ কর্মচারীকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন সদ্য চাকরিচ্যুত কর্মচারীরা।
তারা বলেন, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বেআইনিভাবে টার্মিনেশন করা হয়েছে। একই সঙ্গে চাকরিচ্যুত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ ও সাত বছরের লভ্যাংশ দাবি করা হয়েছে।
আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন অ্যান্ড ফোরটিন লিমিটেডের বেআইনিভাবে চাকরিচ্যুত শ্রমিকদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়েছে।
এ সময় কর্মচারীদের পক্ষে কথা বলেন বিবিয়ানা গ্যাসফিল্ডের ক্যাটারিং শাখা থেকে চাকরিচ্যুত মুসফেক উস সালেহীন খান, মৌলভীবাজার গ্যাসফিল্ডের ক্যটারিং শাখা থেকে চাকরিচ্যুত মাইকেল গোমেজ, একই গ্যাসফিল্ডের জালাল আহমেদ প্রমুখ।