রাজধানীর বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ডাচবাংলা ব্যাংক বুথ সংলগ্ন ময়লার ডাস্টবিন থেকে ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) দীপক বালা জানান, বুয়েট ক্যাম্পাসের ডাচবাংলা ব্যাংকের বুথের পাশে ময়লার ডাস্টবিনে একটি কার্টন বক্সের ভেতর রাখা ছিল ছেলে নবজাতকের মরদেহ। একজন রিকশাচালক প্রথমে দেখতে পেয়ে থানায় খবর দেন।
এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে ওই নবজাতকের বয়স আনুমানিক এক দিন হবে। মরদেহে কিছুটা পচন ধরেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।