সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ঢাকা শহরে খাল ও খেলার মাঠ দখলকারীদের ভূমিদস্যু আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ করতে হবে।
আজ রোববার ঢাকার মিরপুরে জল্লাদখানা বধ্যভূমিতে এসটিএস গ্রাফিটি আর্ট ওয়ার্ক এবং মুক্তির সবুজায়ন শীর্ষক বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পার হয়েছে। এ সময়ে অনেক প্রতিজ্ঞা আছে, অনেকের বিরুদ্ধে কথা আছে। এ কথা যেমন পাকিস্তানিদের বিরুদ্ধে, তেমনি ভূমিদস্যুদের বিরুদ্ধেও। আমরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছি দেশ স্বাধীন করেছি। কিন্তু ভূমিদস্যুরা তো আমাদের ভিটেমাটি দখল করে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কে কথা বলবে?
‘আমাদের খেলার মাঠ দখল করা যাবে না, খাল দখল করা যাবে না। শুধু দখল আর দূষণ, কিন্তু কিছু বলতে গেলে, কিছু করতে গেলেই ভূমিদস্যুরা কেস করে দেয়। টাকা দিয়ে তারা সবকিছু ম্যানেজ করে নেয়।’
খেলার মাঠ উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরে মেয়র বলেন, ‘এর একটি উদাহরণ কালশী বালুর মাঠ উদ্ধার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন কালশী ব্রিজ উদ্বোধনে এসে বালুর মাঠে কোনো স্থাপনা না করার নির্দেশ দেন। সেদিন আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেখানে বসে আজ বক্তব্য দেবেন, সেই জায়গাটিই আজ দখল হয়ে গেছে। ন্যাশনাল হাউজিং অথরিটি এখানে বড় বড় ভবন তৈরির উদ্যোগ নিয়েছে। এই ১৫ বিঘা জমি আর দেখতে পারব না। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ঘোষণা দিলেন, বালুর মাঠে কোনো ভবন হবে না, খেলার মাঠ হবে।’
আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক কিছু করতে চান, কিন্তু তার কাছে সঠিক তথ্য যায় না। আমরা যদি সঠিক তথ্য পৌঁছে দেই, আমার বিশ্বাস এমন আরও অনেক খেলার মাঠ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারব। আমরা যদি তা করতে না পারি, পরবর্তী প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন করবে তুমি মেয়র ছিলা, কাউন্সিলর ছিলা, তোমরা কী করেছ আমাদের জন্য।’
মিরপুর-১০ নম্বরের জল্লাদখানা বধ্যভূমিতে সিটি করপোরেশনের বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে করা গ্রাফিতি চিত্রকর্ম এবং মুক্তির সবুজায়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন মেয়র আতিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ডিএনসিসির অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহুরুল ইসলামসহ অনেকে।
আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যতম স্থান ‘মিরপুর জল্লাদখানা বধ্যভূমি’কে কেন্দ্র করে একটি আধুনিক ও সবুজ শিশুবান্ধব গণপরিসর গড়ে তোলার লক্ষ্যে ডিএনসিসির উদ্যোগে শক্তি ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় জল্লাদখানা স্মৃতিসৌধের বিপরীতে পরিত্যক্ত জমিতে ছোট-বড় মিলিয়ে ১ হাজার গাছ লাগানো হয়েছে।
শিশুদের জন্য উন্মুক্ত খেলার জায়গায় লাগানো হয়েছে সবুজ ঘাস। এ ছাড়া দুর্গন্ধ যুক্ত ও দৃষ্টিকটু আবর্জনা ডাম্পিং করার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনকে (এসটিএস) বিখ্যাত কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময় এবং সহশিল্পীরা সাজিয়েছেন নতুন সাজে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
টানা ৩০ দিন উপুড় হয়ে ঘুমালে শরীরে কী ঘটে, জানালেন বিশেষজ্ঞ
১
ইরানগামী কার্গো জাহাজে মার্কিন সেনাদের অভিযান
২
আব্রামের স্বপ্ন পূরণে মেসির সঙ্গে শাহরুখের সেলফি
৩
গোপনে সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন
৪
ঘুম কম হলে কি শুক্রাণুর মান কমে যায়? যা বলছে গবেষণা
৫
রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম
৬
শনাক্ত ব্যক্তি ও সাদিক কায়েম এক টেবিলে চা খাচ্ছেন, এর বিচার কে করবে : রিজভী
৭
ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড, সর্বশেষ যা জানা গেল
৮
রুবি গজনবী পুরস্কার-২০২৪ পেল ‘মোনঘর’
৯
হাদির হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার
১০
এই বয়সে এগুলা কেন করেন বুঝি না, রুনা-জয়াকে নিয়ে যা বললেন চুমকি
১১
ফেনীতে জলাতঙ্কের টিকার সংকট, ভোগান্তিতে রোগীরা
১২
মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক
১৩
হাদির ওপর বর্বরোচিত হামলা গণতন্ত্রের ওপর আঘাত : মির্জা আব্বাস
১৪
শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের ‘স্মৃতিমিলন-২০২৫’ অনুষ্ঠিত