কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ডা. মালেককে আজীবন সম্মাননা পুরস্কার দিল সম্মান ফাউন্ডেশন

ডা. মালেককে আজীবন সম্মাননা পুরস্কার দিল সম্মান ফাউন্ডেশন
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালেক সম্মান কাইন্ডনেস পুরস্কার পেয়েছেন। আজ শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানে ডা. মালেকের কন্যা অধ্যাপক ফজিলাতুন্নেসা মালেকের হাতে পুরস্কার তুলে দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও সম্মান ফেউন্ডেশনের চেয়ারম্যান ডা. রুবাইয়ুল মুর্শেদ। ডা. মালেক শারীরিক অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর কাইন্ডনেসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মানুষ মানুষের প্রতি দয়া অনুভব না করলে সমাজ শান্তিপূর্ণ হয় না। সেই দিক থেকে সম্মান ফাউন্ডেশন যে কাজ করছে, তার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কাইন্ডনেস মানুষকে মানুষের কাছে নিয়ে আসে, সেটাই সমাজের ভিত্তি। পুরস্কার গ্রহণের সময় অনুভূতি ব্যক্ত করে ফজিলাতুন্নেসা মালেক বলেন, ‘এই পুরস্কার গ্রহণ করে আমি অভিভূত। যে প্রতিষ্ঠান এই পুরস্কার দিচ্ছে, অর্থাৎ সম্মান ফাউন্ডেশন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ নিজের পিতা ডা. মালেক সম্পর্কে তিনি বলেন, ‘আমার বাবা সেবাই পরম ধর্ম বলে মানেন। সেই ব্রত নিয়েই তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট গড়ে তোলেন ১৯৭০-এর দশকে। এরপর সেই প্রতিষ্ঠান অনেক বড় হয়েছে।’ অনুষ্ঠানের সম্মানিত অতিথি ভুটান দূতাবাসের চ্যান্সেরি শেরাব দর্জি বলেন, ‘সবাই জানেন, ভুটানের রাষ্ট্রীয় নীতি হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। ১৯৭০-এর দশকে ভুটান এই নীতি গ্রহণ করে। এরপর ধাপে ধাপে তার উন্নতি হয়েছে। এর মূল কথা হলো, মানুষের সর্বাঙ্গীন সন্তোষ ও শান্তি নিশ্চিত করা।’ মানুষের নিঃস্বার্থ কাজ ও দয়ার স্বীকৃতি দেওয়ার জন্য সম্মান ফাউন্ডেশনকে অভিনন্দন জানান শেরাব দর্জি। একই সঙ্গে, পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান তিনি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে সম্মান ফেউন্ডেশনের চেয়ারম্যান ডা. রুবাইয়ুল মুর্শেদ বলেন, ‘কাইন্ডনেস বা দয়ার শক্তি অপরিসীম। এক সময় দয়াকে মানুষের দুর্বলতা হিসেবে গণ্য করা হতো, কিন্তু এখন আর সেই দিন নেই; বরং দয়া মানুষের শক্তি। এই শক্তি ছাড়া মানুষ জীবনে সুখী হতে পারে না। ‘বিশেষ করে কোভিডের পর বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষের সুখের সঙ্গে দয়ার সম্পর্ক আছে।’ সুখের প্রসঙ্গে ডা. রুবাইয়ুল মুর্শেদ ভুটানের উদাহরণ দেন। তিনি বলেন, ভুটান মোট দেশজ উৎপাদনের হিসাব করে না। তারা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জিএনএইচ বা মোট জাতীয় সুখের হিসাব করে। অর্থাৎ তারা বস্তুগত উন্নতির চেয়ে আত্মিক উন্নতিতে বেশি জোর দেয়। তিনি মনে করেন, ভুটান আমাদের সবার জন্য উদাহরণ হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্যবিদ আহমেদ মুশতাক রাজা চৌধুরী, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বিশেষ ফেলো অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের সভাপতি শঙ্কর কুমার সান্যাল, পশ্চিমবঙ্গের সমাজ সংস্কারক সুভাষ মণি সিংহসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিচার-সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি চলবে না’

সোহাগ হত্যা / আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন ৫ দিনের রিমান্ডে

‘তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে’

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের ব্যবসা নিয়ে দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড : পুলিশ

ইরানে ঝড় তুলেছে ইসরায়েলকে নিয়ে গান ‘বুম বুম তেল আবিব’

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার উন্নতি নিশ্চিত করবে সরকার : উপ-প্রেস সচিব

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান রক্ষাকবচ হলো নির্বাচন ব্যবস্থার পরিবর্তন : চরমোনাই পীর

অকাল মৃত্যু ঠেকাতে আইনের সংস্কার জরুরি

সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ  মিছিল

জোতাকে উৎসর্গ করে সিরাজের আবেগঘন বার্তা

১০

অশ্লীলতার অভিযোগে বেলি ড্যান্সার গ্রেপ্তার (ভিডিও)

১১

ইসরায়েলে যাওয়া ইমামদের নিয়ে কড়া বার্তা আল আজহারের

১২

আল্লাহর গজব পড়ুক, যারা মানুষ হতে পারল না : খায়রুল বাসার

১৩

ট্রাম্পের শুল্ক চিঠি পেয়ে খুশি কেন মিয়ানমারের জান্তা সরকার

১৪

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : রংপুরে ৬ কিমি পায়ে হেঁটে বিক্ষোভ  

১৫

ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাল ইরান

১৬

সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই বিএনপিতে হবে না : দুলু

১৭

নির্বাচনের আগে দেশ সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত হোক : আতিকুর রহমান

১৮

স্রোতে ভেঙে গেছে সেতু, ভোগান্তিতে ৪৩ গ্রামের মানুষ

১৯

ট্রেজারার পদে নিয়োগ পেলেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএফও

২০
X