সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের প্যারিস রোড সংলগ্ন বিশাল মাঠে একটি বড় পর্দা ঘিরে হাজার হাজার মানুষ। কেউ এসেছেন জার্সি পরে, কেউ বা প্রিয় দল আর্জেন্টিনার পতাকা হাতে। স্ক্রিনে যখন বল পায়ে প্রিয় দলের খেলোয়াড়রা এগিয়ে যাচ্ছেন তখন হইহুল্লোড়, চিৎকার, উন্মাদনায় ভাসছে পুরো মাঠ। আশপাশের এলাকা থেকে এই মাঠে বড় পর্দায় খেলা দেখতে এসেছেন সবাই দলবেঁধে।
বিশ্বকাপ ফুটবল যোজন যোজন দূরে অনুষ্ঠিত হলেও ঢাকার উত্তর সিটি করপোরেশনের আয়োজনে বড় স্ক্রিনে খেলা দেখতে ফুটবলপ্রেমীরা আজ মঙ্গলবার দুপুর থেকেই প্রস্তুতি নিয়েছিলেন। খেলা দেখার পাশাপাশি প্রতিপক্ষ বা অন্য কোনো প্রিয় দলের পক্ষে-বিপক্ষে চলে মধুর বিতর্কও।কাতার বিশ্বকাপের ঢেউ লেগেছে দেশের শহর থেকে গ্রামে। ভক্তদের উন্মাদনা রাঙাতে বিশ্বকাপের ম্যাচ দেখার জন্য চলছে নানা আয়োজন। মাসব্যাপী বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বহু জায়গায়। আর উন্মাদনাকে বাড়িয়ে দিতে নতুন মাত্রা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ৯টি এলাকায় বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে সংস্থাটি। মানিক মিয়া অ্যাভিনিউ, হাতিরঝিল মুজিব চত্বর, খিলগাঁও তালতলা মার্কেট, গুলশান-২ নগর ভবনের সামনে, কাচকুড়া কলেজ মাঠ, প্যারিস রোড সংলগ্ন মাঠ, শ্যামলী পার্ক, মোহাম্মদপুর লাউতলা খাল সংলগ্ন মাঠে খেলা দেখানো হচ্ছে।
বড় পর্দায় খেলা দেখতে এসেছেন পল্লবী এলাকার বাসিন্দা সাকিবুর রহমান ও তার বন্ধুরা। সাকিবুর বলেন, বড় মাঠে, বড় স্ক্রিনে প্রিয় দলের খেলা দেখার মজাটাই অন্য রকমের। এখানে হাজার হাজার লোক এক সঙ্গে খেলা দেখছেন। প্রচুর চিল্লাচিল্লি আর আনন্দ করতেই এখানে খেলা দেখতে এসেছি। সঙ্গে আছে অনেক বন্ধুরাও—তাই ঘরে বসে খেলার দেখার চেয়ে আনন্দের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে গেছে এখানে এসে।
কালশী এলাকা বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছেন আরেক শিক্ষার্থী এহসানুল বারি। তিনি বলেন, সকাল থেকে সিটি করপোরেশন মাইকে অ্যানাউন্স করছে, এই এলাকায় বড় পর্দায় খেলা দেখানো হবে। এটা জেনেই বড় পর্দায় খেলা দেখতে এসেছি। এখানে প্রচুর পরিমাণে মানুষ এসেছে খেলা দেখতে, তাই প্রিয় দলের খেলা দেখে উচ্ছ্বাস আরও বাড়ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, সবাই যেন মাঠমুখী হয়, এক সঙ্গে আনন্দ করে খেলা দেখতে পারে সে কারণে ডিএনসিসির পক্ষ থেকে বড় পর্দায় খেলা দেখানো উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আজ ৯টি স্থানে একযোগে খেলা দেখানোর আয়োজন করেছি। মাঠে খেলা দেখার এমন আয়োজন পুরো বিশ্বকাপ সময়জুড়েই থাকবে। আর এ জন্য সব ধরনের খরচ ডিএনসিসি নিজেই বহন করবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসির পায়রা চত্বর, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর ও বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে নগদের স্পন্সরে বড় পর্দায় দেখানো হচ্ছে এই খেলা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন মনের আনন্দে খেলা দেখেন। জনসমুদ্রে রূপ নেয় টিএসসি এলাকা। খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের পুরো ক্যাম্পাসে ঢাক-ঢোল বাজিয়ে মিছিল করতে দেখা যায়। মতিঝিলের ফুটবল ফেডারেশন ভবনের সামনের লনে, ধানমন্ডি রবীন্দ্রসরোবরে দেখানো হচ্ছে কাতার বিশ্বকাপ। মহাখালীর তিতুমীর কলেজ চত্বরে বড় পর্দায় দেখানো হচ্ছে বিশ্বকাপ। মাঠে বড় পর্দায় খেলা দেখতে আসা খেলাপ্রেমীরা মাঠে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
১
দাওয়াত না দেওয়ায় শেকৃবিতে ছাত্রদলের ২ গ্রুপের হাতাহাতি
২
এক্সক্লুসিভ / ভারতকে ইসরায়েল হয়ে ওঠার বুদ্ধি মার্কিন নিরাপত্তা বিশ্লেষকের
৩
ছুটি পেয়ে বাড়ি ফেরার ট্রেনেই সন্তান প্রসব নারীর
৪
ব্লকেড নিয়ে নতুন বার্তা হাসনাতের
৫
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের কর্মকর্তা নিহত
৬
১৬ কারিগরি প্রতিষ্ঠানে নাম বদল, বাদ পড়লেন শেখ হাসিনা ও স্বজনরা
৭
ঢাকার বাতাসও আজও ‘অস্বাস্থ্যকর’
৮
নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৯
ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি, এরদোয়ানের দিকে অভিযোগের তীর
১০
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এক্সপ্রেসওয়ে ৫ ঘণ্টা ব্লকেড, চরম ভোগান্তি
১১
ভারতে শক্তিশালী ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান
১২
পাকিস্তানি হামলার পরপরই সংবাদ সম্মেলন স্থগিত ভারতীয় বাহিনীর
১৩
ভারত-পাকিস্তানের ক্ষেপণাস্ত্র : কার জোর কতটুকু
১৪
পরিত্যক্ত বাড়িতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
১৫
জুলাই যোদ্ধাদের তালিকায় আ.লীগ নেত্রীর মেয়ে, প্রতিবাদ করায় কুপিয়ে জখম
১৬
কেঁপে উঠল পাকিস্তান / তিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, বন্ধ আকাশপথ