চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সীমা অক্সিজেনে বিস্ফোরণের মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে

সীমা অক্সিজেনে বিস্ফোরণের মামলার আসামিরা ধরাছোঁয়ার বাইরে
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন উদ্দিনসহ ১৬ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার চার দিন অতিবাহিত হলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এদিকে ওই ঘটনায় আহত ১৮ জন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে আজ বুধবার বিকেলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান কালবেলাকে জানান, আহত সবার অবস্থা উন্নতির দিকে। বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ কালবেলাকে বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টের ঘটনায় ১৬ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। তবে এখনো আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারিনি। প্রতিষ্ঠানটির এমডি মামুন উদ্দিনসহ আসামিদের গ্রেপ্তার করতে চেষ্টা চালাচ্ছি।’ বিস্ফোরণ ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পর গত সোমবার রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন ওই ঘটনায় নিহত আব্দুল কাদেরের স্ত্রী রোকেয়া বেগম। Link a Story সীতাকুণ্ডে বিস্ফোরণ : পত্রিকা পড়তে গিয়ে প্রাণ গেল শামসুলের মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, মামলার আসামিসহ সীমা অক্সিজেন প্ল্যান্টে নিয়োজিত অজ্ঞাতনামা দায়িত্বশীল কর্মকর্তাদের ইচ্ছাকৃত অবহেলার কারণে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পর তার স্বামীর কর্মস্থলের কেউ তাদের খোঁজখবর নেননি। কোনো সহায়তা করেননি। যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে বিপজ্জনকভাবে গ্যাস উৎপাদন ও সরবরাহ এবং নিয়মিত পরীক্ষাপূর্বক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা না রাখাসহ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা মোকাবিলা করার মতো প্রশিক্ষিত জনবল না থাকায় ওই বিস্ফোরণ ঘটেছে। বাদী আরও উল্লেখ করেন, ‘১০-১৫ দিন আগে তার স্বামী আব্দুল কাদের তাকে বলেছিলেন অর্থের অভাবে মালিকপক্ষ অনেক অভিজ্ঞ ও দক্ষ শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করেছে। বর্তমানে যারা কাজ করছেন, তারা অনেকে অনভিজ্ঞ ও অদক্ষ। আল্লাহ জানেন, কখন কি দুর্ঘটনা ঘটে যায়! এ কথা শুনে তারা খুব চিন্তিত ছিলেন। আর এর কয়েকদিন না যেতেই এ দুর্ঘটনা ঘটল।’ Link a Story সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ : ৫৫ ঘণ্টা পর মামলা পুলিশ সূত্রে জানা গেছে, সীমা অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন, পরিচালক পারভেজ হোসেন সন্টু, আশরাফউদ্দিন বাপ্পি, ম্যানেজার আব্দুল আলীম, প্ল্যান্ট অপারেটর ইনচার্জ সামসুজ্জামান শিকদার, প্ল্যান্ট অপারেটর খুরশিদ আলম, সেলিম জাহান, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. কামাল উদ্দিন, অ্যাডমিন অফিসার গোলাম কিবরিয়া, অফিসার শান্তনু রায়, সুপারভাইজর ইদ্রিস আলী, সানা উল্লাহ, সিরাজ উদ-দৌলা, রাকিবুল ও রাজীবকে মামলার আসামি করা হয়েছে। গত ৪ মার্চ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল (কেশবপুর) এলাকায় অবস্থিত সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে সাতজন নিহত ও ৩০ জন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১০

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১১

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১২

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৩

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১৪

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১৫

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৬

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৭

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৮

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৯

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০
X