চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি
চট্টগ্রাম কলেজে ফের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গ্রুপ দুটি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম এবং সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে গেলেও দুপুর দেড়টার দিকে ফের মুখোমুখি অবস্থান নেয় গ্রুপ দুটি। এ সময় দুই গ্রুপের অনুসারীরা রড, লঠিসোটা হাতে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছিল বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। দুদিন আগে চকবাজার এলাকায় সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ অনুসারীরা একজনকে অপমান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে সবুজ গ্রুপের ওপর চড়াও হয় মাহমুদুলের অনুসারীরা। এরপর দুপুরের দিকে লাঠিসোটা নিয়ে দুই গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার চেষ্টা করলে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘শুনেছি সবুজ গ্রুপ মাহমুদুলের ছোট ভাইকে গতকাল অপমান করেছিল। পরে এটি নিয়ে আজকে সকালে দুই গ্রুপ ঝামেলা করেছে। তবে মারামারি হয়নি।’ Link a Story এক ছাত্রীর প্রেমে দুই ছাত্র, মারামারিতে জড়াল ছাত্রলীগও ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা জানান, লাঠিসোটা আর রডের আঘাতে দুই গ্রুপের ৫-৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সাফায়েত করিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করেছেন মাহমুদুল করিম। তিনি কালবেলাকে বলেন, ‘বহিরাগতদের নিয়ে সাধারণ সম্পাদকের অনুসারীরা এ হামলা চালিয়েছে। স্থানীয় এক নেতার ইন্ধনে বহিরাগতরা বারবার নৈরাজ্য করছে। চকবাজারে নৈরাজ্য কারা করে আপনারা সবাই জানেন।’ Link a Story ইবিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং এ ব্যাপারে জানতে সুভাষ মল্লিক সবুজের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদার কালবেলাকে বলেন,‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই গ্রুপ কেন মারামারিতে জড়িয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

শিশুরা মাটি খুঁড়তেই বেরিয়ে এলো মানুষের মাথার খুলি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অপু গ্রেপ্তার

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

সেন্টমার্টিনগামী জাহাজ চলাচলে নতুন সিদ্ধান্ত

ভ্রমণকালে ব্যাগে একটি টেনিস বল রাখলে কী হয়, জানলে অবাক হবেন

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন : ডা. জাহিদ

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাদির নামে ‘চিরকুট’

জামায়াতে ইসলামীকে ডাকসু নেতার অনুরোধ

১০

শাহবাগে উপস্থিত হয়ে যে আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার

১১

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন আখতার

১২

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে : রিজওয়ানা হাসান

১৩

গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন

১৪

ঐক্য পরিষদের গোলটেবিল সংলাপ / সংখ্যালঘুদের অধিকার নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার হিসেবে ঘোষণার দাবি

১৫

বগুড়ার পাশাপাশি ঢাকাতেও প্রার্থী হবেন তারেক রহমান

১৬

সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ

১৭

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শহিদুলের নিঃশর্ত মুক্তি চাইল বিএনপি

১৮

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৯

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

২০
X