জনি রায়হান
২৩ জানুয়ারি ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্প থেকে ২ জঙ্গিকে যেভাবে গ্রেপ্তার করল র‍্যাব

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শূরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ সোমবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, গত ২০ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর, গোয়েন্দা শাখা এবং র‌্যাব-৭ এর বান্দরবান ও রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সমতল থেকে পাহাড়ে আত্মগোপনকৃত সাত জঙ্গি এবং তাদের সহায়তাকারী তিনজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব।

এরই পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর গ্রেপ্তার সেই আসামিদের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত সাত আসামির মধ্যে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সামরিক শাখার উপপ্রধান সৈয়দ মারুফ আহমেদ মানিক ছিলেন।

সূত্র আরও জানায়, বিলাইছড়ি থানায় দায়ের করা সেই মামলার তদন্তকারী অফিসার আদালতে পাঁচজন আসামির রিমান্ড আবেদন করেন। পরে সংগঠনটির সামরিক শাখার উপপ্রধান সৈয়দ মারুফ আহমেদ ওরফে মানিকসহ পাঁচ আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর মারুফেরকে জিজ্ঞাসাবাদে সংগঠনটির সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে রনবীর ওরফে মাসুদের বিভিন্ন কার্যক্রম এবং সম্ভাব্য অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় র‍্যাব।

যেভাবে অভিযান ও গ্রেপ্তার

দুই জঙ্গিকে গ্রেপ্তারের বিষয়ে র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়, জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান রনবীর এবং আইইডি বা বোমা বিশেষজ্ঞ মো. আবুল বাশার মৃধা ওরফে আলম রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প-৭ এর এ ব্লকে ভোর ৫টা থেকে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা, র‌্যাব-২, র‌্যাব-৩ এবং র‌্যাব-১৫ এর যৌথ চিরুনি অভিযান শুরু করে। ব্লকটি ঘেরাও এর সময় সামরিক শাখার প্রধান রনবীর এবং বোমা বিশেষজ্ঞ বাশার পালানোর চেষ্টা করলে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়।

তিনি আরও জানান, অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি পিস্তলের ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, একটি ব্ল্যাংক কার্টিজ, দুটি একনলা বন্দুক, ১১টি ১২ বোরের কার্তুজ, একটি খালি খোকা, ১০০ রাউন্ড ২২ বোরের গুলি, একটি মোবাইল ও নগদ ২ লাখ ৫৭ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

পাহাড় থেকে পালিয়ে যেভাবে রোহিঙ্গা ক্যাম্পে

র‍্যাব ও তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব কর্তৃক প্রকাশিত পাহাড়ে প্রশিক্ষণরত ৫৫ জনের তালিকায় গ্রেপ্তারকৃত আবুল বাশারের নাম রয়েছে।

গত ৩ অক্টোবর র‌্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান শুরু হওয়ার পর আবুল বাশার ৫৫ জনের দল থেকে বিচ্ছিন্ন হয়ে পাহাড় থেকে পালিয়ে সিলেট যায়। সেখানে তিনি সামরিক শাখার প্রধান রনবীরের কাছে আশ্রয় নেয়। এরপর তারা দুজন বেশ কিছুদিন আগে রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আছে ভবন, নেই কার্যক্রম

মানিকগঞ্জে গণধর্ষণের শিকার ২ নারী, গ্রেপ্তার ৭

শাহজাহান ওমরের অনুসারীদের আ.লীগে যোগদান

মিরপুর টেস্টে নতুন ভূমিকায় দেখা যাবে তামিমকে

মাল্টা পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ 

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

আ.লীগ সরকার গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী 

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ১৬ হাজার ছুঁইছুঁই

সর্বোচ্চ করদাতা কণ্ঠশিল্পী তাহসান-রুবেল-মমতাজ

সাগরের তলদেশে পাইপলাইন দিয়ে ডিজেল পরিবহন শুরু

১০

অবরোধ সফলে বরিশালে বিএনপির মশাল মিছিল

১১

থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্ত্রীর চেয়ে স্বর্ণ বেশি জাপার মাসুদ চৌধুরীর

১৩

ছাদ থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন অনন্ত জলিল

১৪

সুনামগঞ্জে বিএনপির মশাল মিছিল  

১৫

যুদ্ধের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতি মামলার বিচার পুনরায় শুরু

১৬

ক্রীড়াঙ্গনে সেরা করদাতার তালিকায় সাকিব তামিম রিয়াদ

১৭

ঢাকায় রিজভীর নেতৃত্বে মশাল মিছিল

১৮

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মোহাম্মদ জিল্লুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

১৯

সাতক্ষীরায় আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা দেখতে অভিযান

২০
X