চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম ইসমাইল (৫০)। তিনি কক্সবাজার টেকনাফ পৌরসভা গুদারবিল এলাকার বাসিন্দা।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশের বিশেষ টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় সিটের নিচে তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় রক্ষিত ৩৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ইসমাঈলকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
ওসি জানান, এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।