সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
চট্টগ্রামে জন্মনিবন্ধন সনদ জালিয়াত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম বিভাগের উপপুলিশ কমিশনার ডা. মঞ্জুর মোরশেদ।
এ সময় তিনি বলেন, জালিয়াত চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ পর্যন্ত তারা জালিয়াতির মাধ্যমে ৫ হাজারেরও বেশি জন্মনিবন্ধন সনদ তৈরি করেছে। প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করতে তারা নিয়েছে ৫০০-৮০০ টাকা করে।
গ্রেপ্তারকৃত চারজন হলেন- মো. জহির আলম (১৬), মোস্তাকিম (২২), দেলোয়ার হোসাইন সাইমন (২৩) ও মো. আব্দুর রহমান (৩৫)।
উপপুলিশ কমিশনার ডা. মঞ্জুর মোরশেদ বলেন, জালিয়াত চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আরও একাধিক গ্রুপ এ ধরনের জালিয়াতি চালিয়ে আসছে। একেকটি চক্রের সদস্য সংখ্যা ৩০-১০০।
এ সময় তাদের কাছ থেকে ভুয়া সনদ তৈরিতে ব্যবহৃত চারটি সিপিইউ, তিনটি মনিটর, একটি স্ক্যানার ও প্রিন্টার, দুটি প্রিন্টার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত ৮, ৯ ও ২১ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ড (পতেঙ্গা) কাউন্সিলর অফিসের সার্ভারে যথাক্রমে ৪০, ১০ এবং ৮৪টি ভুয়া জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে সংশ্লিষ্ট থানাসমূহে সাধারণ ডায়েরি করলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ পুলিশ কমিশনারের নির্দেশে ছায়া অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানকালে জন্মনিবন্ধন জালিয়াতি কার্যক্রমে জড়িত একাধিক চক্রের অস্তিত্ব পাওয়া যায়। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে এই চক্রের ৪ সদস্যকে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চক্রের অন্যান্য সদস্যকে গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন