চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জিয়াউল হক নামের এক যাত্রীর কাছ থেকে এক কেজি ৭৬২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) একটি দল ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযানে এসব স্বর্ণ জব্দ করা হয়।
চট্টগ্রাম বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা বিপুল এ স্বর্ণ উদ্ধারের তথ্য কালবেলাকে জানিয়েছেন।
জিয়াউল হক নোয়াখালীর বাসিন্দা। জানা গেছে, তার কাছে থেকে জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি ২৭ লাখ টাকা।
কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে ফেরেন জিয়াউল হক। এ সময় তার পরিহিত স্যান্ডোগেঞ্জি, ফুলপ্যান্ট ও আন্ডারওয়্যারের ভেতরে শনাক্ত করা হয় বিপুল স্বর্ণ। পরে চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে (স্বর্ণের কারখানায়) নিয়ে প্রলেপযুক্ত জামাকাপড় থেকে স্বর্ণ আলাদা করা হয়।
জানা গেছে জব্দ করা স্বর্ণের মধ্যে গোলকপিণ্ডের ওজন এক কেজি ৪২৯ গ্রাম (২৪ ক্যারেট), দুটি স্বর্ণের বারের ওজন ২৩৩ গ্রাম (২৪ ক্যারেট) এবং স্বর্ণালঙ্কারের ওজন ১০০ গ্রাম (২২ ক্যারেট)।