বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান বাঘের মৃত্যু
সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান বাঘের মৃত্যু
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি আফ্রিকান স্ত্রী বাঘ প্রায় দেড় মাস ধরে অসুস্থ থাকার পর মারা গেছে। এর আগে বাঘটিকে পার্কের বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও কোনো উন্নতি হয়নি।
আজ বুধবার সকালে বাঘটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান আহমেদ। গত বছরের জানুয়ারিতে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছিল।
সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান আহমেদ বলেন, বাঘটির আনুমানিক বয়স ছিল প্রায় ১৪ বছর। বার্ধক্যজনিতসহ নানা রোগে আক্রান্ত হয়ে দেড় মাস ধরে অসুস্থ ছিল বাঘটি। পার্কের মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন সে নানা ধরনের রোগে আক্রান্ত। লিভার, হার্ট, ফুসফুস কাজ করছিল না।
আজ সকালে বাঘটির শারীরিক অবস্থার অবনতি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় দুপুরের আগে মারা যায়। মৃত বাঘের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত ও নমুনা সংগ্রহ শেষে পার্কের নির্দিষ্ট জায়গায় বাঘের দেহ মাটি চাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
Link a Story
প্রেমিকাকে ফিরে আসার আহ্বান জানিয়ে কলেজের ফটকে ‘ফেস্টুন’
সাফারি পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, পার্ক প্রতিষ্ঠালগ্নে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে অন্য প্রাণীর সঙ্গে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। তাদের মধ্যে এ স্ত্রী বাঘটির গত ৬ মাস আগে অসুস্থতার লক্ষণ দেখা যায়। গত ৬ ফেব্রুয়ারি থেকে এটি গুরুতর অসুস্থ হয়। ধীরে ধীরে বাঘটি খাদ্য গ্রহণ কমিয়ে দেয়। ১৩ ফেব্রুয়ারি থেকে বাঘটি খাবার গ্রহণ পুরোপুরি বন্ধ করে। এরপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বাঘটি অল্প অল্প খাদ্য গ্রহণ শুরু করে। কিন্তু ৭ মার্চ থেকে আবারও খাবার বন্ধ করে দেয় বাঘটি।
Link a Story
বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে আলোচনায় মাদক ব্যবসায়ী
পার্ক সূত্র জানায়, রাজধানীর কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সাবেক প্রধান ভেটেরিনারি অফিসার এবিএম শহীদুল্লাহ সরেজমিন অসুস্থ বাঘটিকে পর্যবেক্ষণ করছিলেন। তার তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় বাঘটির মৃত্যু হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বর্তমানে সাফারি পার্কে মোট ৮টি বাঘ আছে। তাদের মধ্যে পাঁচটি স্ত্রী ও তিনটি পুরুষ। এর মধ্যে বিরল প্রজাতির ১টি সাদা রঙের বাঘও আছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
৩ মুসলিম দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত সুদানের যোদ্ধারা
১
বগুড়ায় ছেলের হাতে বাবা খুন
২
শালিনির সহায়তা ছাড়া কিছুই সম্ভব হতো না: অজিত
৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
৪
আড়াই বছরের শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা
৫
অবসরের ঘোষণা ন্যান্সি পেলোসির
৬
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
৭
সোনারগাঁয়ে দুগ্রুপের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট
৮
ঘটনাটি এখনো আমাকে অস্বস্তিতে ফেলে: মৌনি রায়
৯
আসছে মাইকেল
১০
১৫ নভেম্বর আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফলের আহ্বান
১১
ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
১২
১৪৯ কিমি বেগে টাইফুনের তাণ্ডব, বিমানবন্দর-মহাসড়ক বন্ধ
১৩
ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী
১৪
নুরুদ্দিন অপু বিএনপির প্রার্থী হওয়ায় দোয়া মাহফিল ও আনন্দ মিছিল