সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত ১২ মার্চ রাত থেকে শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে তাকে ঢাকায় আনা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে তার শরীরের বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। সেসব পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। মূলত তার হৃদরোগের সমস্যা বেড়েছে। বর্তমানে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আরও কিছু সমস্যা ধরা পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার তার এনজিওগ্রাম করানো হবে। জাহিদুল ইসলাম আরও বলেন, সিলেটের বেসরকারি হাসপাতালে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসক শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার শরীরের বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছিল। এর আগে ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে তার হার্টে একটি রিং পরানো হয়।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, মিছিলের চেষ্টাকালে আটক ২