সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
চাঁদপুরে একজন সফল নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম। যিনি নারী উদ্যোক্তাদের উদ্যোগ নিয়ে তার প্রতিষ্ঠিত ‘সবাই মিলে প্রতিষ্ঠান’-এর মাধ্যমে কাজ করছেন। আর এ কাজের লভ্যাংস দিয়ে নানা সময়ে স্বাস্থ্যসেবা, বস্ত্র বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, নির্যাতিত নারীদের নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া এবং উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেন।
গতকাল বুধবার আন্তর্জাতিক নারী দিবসে সবাই মিলে প্রতিষ্ঠানে গেলে সাফল্যের জন্য ছুটে চলা নারীদের জীবন সংগ্রাম তারা তুলে ধরেন।
প্রতিষ্ঠানটির মাধ্যমে ঘুরে দাঁড়ানো একজন হলেন আয়েশা আক্তার। তিনি বলেন, ‘আমাকে পড়ালেখা চলাকালীন অপ্রাপ্ত বয়স অবস্থায় এক বয়স্ক লোকের সঙ্গে পরিবার বিয়ে দেয়। পরে বিবাহিত জীবনে জানতে পারি আমার স্বামীর নানা কঠিন রোগ আছে। পরে তার রোগের ওষুধের খরচও আমাকে জোগাতে হতো। হতাশাময় সে সময়ে আমি খোঁজ পাই সবাই মিলে প্রতিষ্ঠানের। যার মাধ্যমে আমি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এখন উদ্যোক্তা হয়েছি। বর্তমানে আমি সরকারি চাকরির জন্যও প্রস্তুতি নিচ্ছি।’
একইভাবে নিলুফা আক্তারও বলেন, ‘মাদকাসক্ত লোকের সঙ্গে পরিবার বিয়ে দিয়েছিল। এরপর জীবনে একের পর এক দুর্যোগ আসে। সে অবস্থা থেকে সবাই মিলে প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ নিই। এরপর ব্লক, বাটিক কাজ শুরু করে উদ্যোক্তা হই এবং এখন সাবলম্বী। বর্তমানে আমি নিজেও একজন প্রশিক্ষক।’
Link a Story
ডিজিটাল বাংলাদেশ স্মার্ট হতে যাচ্ছে : চুমকি
এদিকে নারী দিবসকে কেন্দ্র করে এক সাক্ষাৎকারে সবাই মিলে প্রতিষ্ঠানের কর্ণধার ও নারী উদ্যোক্তা তানিয়া ইসলাম বলেন, ‘একটি দেশে নারী দিবসের প্রয়োজনীয়তাকে যখন তাচ্ছিল্যের চোখে দেখা হয়, তখনই বোঝা যায় এ দেশে নারী অধিকার কতটুকু নিশ্চিত। সবচেয়ে বেশি অবাক লাগে যখন কেউ বলে, নারী দিবস আছে, পুরুষ দিবস নেই কেন? সামাজিক মাধ্যমে এসব কমেন্টই হলো নারীদের দুর্দশা সম্পর্কে অজ্ঞতার প্রকাশ।’
তানিয়া মনে করেন, নারী দিবস উদযাপন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিভিন্ন অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। কারণ, কর্মজীবী অনেকে আছেন, যাদের বাইরের মেয়েদের প্রতি এক রকম আচরণ, আর নিজের পরিবারের মেয়েদের সঙ্গে অন্যরকম। তাদের মানসিকতার পরিবর্তনে নারী দিবস উৎযাপন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আমি যাতে প্রতিষ্ঠানটি নিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করে ওদের সঙ্গে নিয়ে সমাজে এগিয়ে যেতে পারি এজন্য সবাইর দোয়া ও সহযোগিতা চাচ্ছি।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
শিশু সাজিদকে যেভাবে পেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা
১
শিশু সাজিদ জীবিত উদ্ধার হলো যেভাবে
২
‘অপমানবোধ করছেন’, সরে যেতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন : রয়টার্স
৩
শিশু সাজিদকে জীবিত উদ্ধার
৪
নতুন দায়িত্ব পেলেন আসিফ নজরুল
৫
ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল মেক্সিকো, বড় ক্ষতির মুখে মোদি
৬
নতুন করে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রিজওয়ানা হাসান
৭
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমতি মেলেনি