নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার ললাটি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন জামপুর ইউনিয়নের পূর্ব দড়িকান্দী গ্রামের জামাল হোসেন (৩৫), সনমান্দী ইউনিয়নের মামুদি গ্রামের মোমেন মিয়া (২৮) ও নোয়াগাঁও ইউনিয়নের মো. শুক্কুর আলী (৩৩)।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবুল কাশেম জানান, গতকাল রাতে অটোরিকশাটি যাত্রী নিয়ে নয়াপুর এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আরও দুজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাওকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।