সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে এনে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে সদরের পাঁচথুবীর টিক্কারচর ব্রিজের দক্ষিণ পাশের চা দোকানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস (৩৫) উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা।
কুদ্দুসের বাবা আব্দুস সালাম বলেন, ‘আমার ছেলে আব্দুল কুদ্দুস শ্বশুরবাড়ির দক্ষিণ চর্থায় ছিল। সন্ধ্যার দিকে তাকে শুভপুরের সোহাগ নামে এক ছেলে শ্বশুরবাড়ি থেকে ডেকে আনে। এ সময় আমার ছেলে কুদ্দুস, সোহাগ ও সাগর দোকানে চা খাচ্ছিল। সোহাগ আমার ছেলের কাছে টাকা চাইলে সে তাকে ২০০ টাকা দিয়ে বলে, জেল থেকে এসেছিস, ঠিকঠাক চলিস আর এটি রাখ। এখন এটি দিয়ে চল। টাকাটা হাতে নিয়েই সোহাগ আমার ছেলেকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে সাগরকেও ছুরিকাঘাত করে। তবে সাগরের শরীরে ভালোভাবে না লাগায় সে এখন হাসপাতালে রয়েছে। আর আমার ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী নিয়ে দ্বন্দ্ব তার সঠিক তথ্য এখনো জানতে পারিনি।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদরের টিক্কারচর এলাকায় ১০ হাজার টাকা পাওনার জেরে আব্দুল কুদ্দুস নামে একজন খুন হয়। পুলিশ লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। তদন্ত চলমান, আসামি সোহাগকে ধরতে অভিযান চলছে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন