স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

যমুনার চরে পণ্য পরিবহনে সম্বল ঘোড়ার গাড়ি

যমুনার চরে পণ্য পরিবহনে সম্বল ঘোড়ার গাড়ি
প্রমত্তা যমুনার দুর্গম চরাঞ্চলে বসবাস করা মানুষকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় প্রকৃতির নানা প্রতিকূলতার সঙ্গে। রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা আর প্রচণ্ড শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় চরবাসীকে। বিশেষ করে যাতায়াত ব্যবস্থায় আর পণ্য পরিবহনে যেন যুদ্ধে নামতে হয় তাদের। জমির উৎপাদিত ফসল ঘরে তুলতে কিংবা ঘর থেকে হাটে-বাজারে নিতে বিড়ম্বনার শেষ নেই। যাতায়াত আর পণ্য পরিবহন দীর্ঘদিন ধরে চরাঞ্চলবাসীর সম্বল হিসেবে রয়েছে নৌকা আর ঘোড়ার গাড়ি। বর্ষাকালে নৌকাযোগে আর শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়ি করেই মালামাল পরিবহন করেন তারা। প্রকৃতিকন্যা যমুনার অভ্যন্তরে চরাঞ্চলের রাস্তাগুলো সব সময়ই উঁচু-নিচু, বালুকাময় দুর্গম। নির্দিষ্ট কোনো রাস্তা নেই এসব চরে। বিভিন্ন সময়ে সুবিধাজনক রাস্তা বেছে নেন চরের মানুষ। এসব রাস্তায় মাইলের পর মাইল হেঁটে যাতায়াত করেন তারা। দুর্গম এসব রাস্তায় মোটরসাইকেলেও যাত্রী পরিবহন করা হয়। তবে ভাড়া অনেক বেশি হওয়ায় মোটরসাইকেলে চলাচলকারীর সংখ্যা একেবারেই নগণ্য। আর পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন একেবারেই অসম্ভব। সিরাজগঞ্জ জেলার অধিকাংশ চরাঞ্চলের অবস্থা এখনো এমনটাই রয়েছে। তবে জেলার বেশ কয়েকটি চরে পাকা রাস্তা নির্মাণ হওয়ার ফলে কিছু আধুনিক যানবাহন (থ্রি হুইলার) চলাচল করতে দেখা যায়। কিন্তু যমুনার পাড় থেকে নৌকাযোগে আসা মালামাল কিংবা বিস্তৃর্ণ ফসলি জমির মাঝখান থেকে কৃষিপণ্য পরিবহনে একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের মহেশকাংলা, সয়াশেখা ও বড় কয়ড়া চরাঞ্চলে সরেজমিনে গিয়ে দেখা যায়, যমুনায় নৌকাযোগে শহর থেকে আনা মালপত্র তুলে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়িতে। নদীর তীর থেকে খাড়া ঢাল বেয়ে ঘোড়ার গাড়ি ওপরে উঠছে। এরপর ছুটে চলছে মাইলের পর মাইল। সত্তর বছর বয়সী ঘোড়ার গাড়ির চালক আবদুল কুদ্দুস বলেন, আমরা চরের কৃষক। অনেক আগে থেকেই ঘোড়ার গাড়ি চালাই। আবাদের কাজের ফাঁকে ঘোড়ার গাড়ি চালাই। বড় কয়ড়া গ্রামের আবদুল গনি বলেন, আমার জমির ফসল ঘরে তোলা ও আর হাটবাজারে নেওয়ার জন্যই ঘোড়ার গাড়ি চালাই। যমুনাপাড়ের মুদি দোকানদার বেলাল হোসেন বলেন, দোকানের মালামাল পরিবহন ছাড়াও আমার ঘোড়ার গাড়িতে ভাড়াও বহন করি। সয়াশেখা চরের কৃষক আব্দুল কাদের, সাইদুল ইসলাম, আব্দুল মান্নান, লালচাঁন মিয়াসহ অনেকেই জানান, বাড়ি থেকে কয়েক মাইল দূরে তাদের কৃষিজমি। এসব জমির ফসল ঘরে তুলতে ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো উপায় নেই। ঘোড়ার গাড়ি না পেলে মাথায় বা কাঁধে বোঝা নিয়ে আসতে হয়। এ ছাড়া শহর থেকে মালপত্র আনতেও ঘোড়ার গাড়িই ভরসা। কাওকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জিয়া মুন্সী বলেন, যমুনার মধ্যবর্তী একটি ইউনিয়ন কাওয়াকোলা। প্রধানমন্ত্রীর ঘোষণা, গ্রাম হবে শহর। সেটা বাস্তবায়নে এখন চরের অনেক রাস্তাই পাকা হয়েছে। তবে নদী তীরবর্তী বালুময় রাস্তাগুলোতে চলাচল বা পণ্য পরিবহনের জন্য একমাত্র যানবাহন ঘোড়ার গাড়ি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন পুলিশের গুলিতে ভারতীয় প্রযুক্তিবিদ নিহত 

কোলেস্টেরল কমবে মাত্র ৩০ দিনে, জেনে নিন সহজ উপায়

কনস্টেবল স্ত্রীকে খুন করে জঙ্গলে ফেলে দিলেন স্বামী 

বন্ধ হচ্ছে ৪২ বছর আগের ‘মণিহার’, নেপথ্যে যত কারণ

খাওয়ার সময় কথা বললে কি গোনাহ হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

স্ত্রীর মৃত্যুর ২২ দিন পর রিয়াদের প্রাণ গেল ডাকাতের হাতে

গহিন পাহাড়ে ৫ ঘণ্টার অভিযান, নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৪৭তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যেসব নির্দেশনা 

খেজুর খাওয়ার সেরা সময় কখন, খালি পেটে নাকি রাতে ঘুমানোর আগে?

১০

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

জুমার দিন মসজিদে সামনের কাতারে জায়গাজুড়ে রাখা কি জায়েজ?

১২

১৯ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা জারি 

১৪

ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩

১৫

১৯ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন

১৭

৫ বছর পর এবি পার্টি থেকে আবার জামায়াতে ফিরলেন ৪০ নেতাকর্মী

১৮

প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে : আমিনুল হক

১৯

একটি মহল পিআরের নামে গণতন্ত্র নস্যাতের পাঁয়তারা করছে : টুকু

২০
X