সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৭ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিককে

নিখোঁজের ৭ ঘণ্টা পর গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিককে
সাতক্ষীরায় কর্মরত দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রঘুনাথ খাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। এ অভিযোগের সাত ঘণ্টা পরই তাকে থানায় পাঠানো হয়। এরপর নাশকতার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় আরও দুজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ গতকাল সোমবার রাতে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার রঘুনাথ খাঁ দীপ্ত টিভি ও বাংলা ৭১ নামে একটি পত্রিকার জেলা প্রতিনিধি। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তবে শহরের লস্কারপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি। গ্রেপ্তার অন্য দুজন হলেন উপজেলার ঢেবুখালী গ্রামের রেজাউল করিম ও চালতেতলা এলাকার লুৎফর রহমান। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে রঘুনাথ খাঁকে তুলে নেওয়ার অভিযোগ করেন তার স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ। গতকাল বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক রঘুনাথ খাঁকে বহনকারী মোটরসাইকেলের চালক আবদুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘রঘুনাথ খাঁ খবর সংগ্রহের জন্য দেবহাটার খলিশাখালী এলাকায় যান। সেখানে গিয়ে মোবাইলে কিছু ছবি তোলেন তিনি। ফেরার পথে তিনি বড়বাজার থেকে বাজার করেন। বাড়ি ফেরার পথে শহরের পিএন স্কুলের সামনে মোটরসাইকেলের গতিরোধ করেন সদর থানার পুলিশ পরিদর্শক তারেক। পরে ওই পুলিশ কর্মকর্তা রঘুনাথকে নামিয়ে অপর একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যান।’ রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রানী খাঁ বলছেন, খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। তবে কোথাও রঘুনাথ খাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সুপ্রিয়া রানী আরও বলেন, ‘গত শনিবার দিবাগত রাতে একদল লোক বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোনো সাড়া না দিলে পরে তারা ভাঙা ইট মেরে চলে যায়। পরে সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।’ দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, সাংবাদিকসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করেছেন উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ। মামলায় অজ্ঞাতনামা আরও ১৯ জনকে আসামি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার খলিশাখালী সাতমরা এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদিকে সাংবাদিক রঘুনাথ খাঁকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামালের সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ / বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার শ্রেষ্ঠদের স্বীকৃতি

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের পদক্ষেপ চাইলেন চসিক মেয়র

ছেলেকে পাঠিয়েছিলাম ডিগ্রি নিতে, মৃত্যুর ডিগ্রি নিয়ে ফিরেছে : নিহত জোবায়েদের বাবা

পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর বেতন স্কেলসহ ৫ প্রস্তাব

প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির আবেদন, সিদ্ধান্ত জানাবে ইসি

আশুলিয়ার পাঁচ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর

‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ ভিডিওর জন্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমন

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অক্টোবরের বিল নিয়ে জরুরি নির্দেশনা

আমিরাতে অর্ধকোটি টাকার স্বর্ণ জিতলেন বাংলাদেশি

১০

অতিরিক্ত সিম বাতিলের সহজ পদ্ধতি জেনে নিন

১১

‘ট্রায়াল অব সূর্য সেন’-এর ৪০তম মঞ্চায়ন

১২

উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

১৩

মৃত্যুর আগে শেষ স্ট্যাটাসে যা লিখে গেছেন ফার্মগেটে নিহত যুবক

১৪

আপনার নামে কয়টি সিম আছে, যেভাবে জানবেন

১৫

গোসলের সময় কোথায় পানি ঢালবেন আগে

১৬

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে সৃষ্টি হবে ঘূর্ণিঝড়

১৭

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

১৮

মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে হামলা

১৯

জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার

২০
X