কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে : জাহাঙ্গীর আলম

নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে : জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা জিতেছে, ব্যক্তি হেরেছে বলে মন্তব্য করেছেন বেসরকারিভাবে নির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যাইনি, যাব না। আমি নৌকার বিরুদ্ধে যাইনি, যাব না। জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার শ্রদ্ধাবোধ ও ভালোবাসা যেমন ছিল, তেমনি আছে। আমরা ব্যক্তির বিরুদ্ধে লড়েছি। গাজীপুর সিটি নির্বাচনে মায়েদের জয় হয়েছে। মা সবাইকে নিয়ে কাজ করতে চান। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গাজীপুরের ছয়দানার নিজ বাড়ির সামনে নির্বাচিত মেয়র প্রার্থীর পক্ষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। গাজীপুরবাসীকে ধন্যবাদ জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, এই সিটির সবাই আমার বাবা-মা, ভাইবোন। তারা বের হয়ে এসেছেন আমার মাকে ভোট দিতে। এই জয়ের জন্য আল্লাহর পর আমি সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয় সব নগরবাসীর। এই নির্বাচন আমার বাঁচা-মরার নির্বাচন ছিল। আমার মা আমাকে বলেছিলেন, এই শহরের ওপর অত্যাচার হচ্ছে। তোমার ওপর অত্যাচার হয়েছে। আমি মা হিসেবে বসে থাকতে পারব না। আমি নির্বাচন করতে চাই। নতুন মেয়রের সঙ্গে কী হিসেবে কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে সাবেক মেয়র বলেন, আমি মায়ের একজন কর্মী হিসেবে কাজ করব। আমি গাজীপুরের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছি। আমি আপনাদের সন্তান, জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি। স্মার্ট গাজীপুর গড়তে কাজ করে যাব। কোনো সন্ত্রাসীর কাছে মাথা নত করব না। নৌকার প্রার্থীর কাছে সহযোগিতার জন্য যাবেন উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, উনি সিনিয়র মানুষ, আমি মাকে নিয়ে তার কাছে যাব। পরামর্শ নেব। তার সহযোগিতা চাইব। আমাদের গাজীপুর সিটি অনেক পিছিয়ে আছে। আমরা দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিত নগরী গড়ে তুলতে চাই। তিনি বলেন, আমি ভুল করে থাকলে আমাকে মাফ করে দেবেন। আমার মা বলেছেন, সবাইকে নিয়ে গাজীপুরের উন্নয়ন করবেন; প্রধানমন্ত্রী আমাদের গার্ডিয়ান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। দেশের উন্নয়নে তাকে সহযোগিতা করতে চাই। সাবেক মেয়র বলেন, কারও প্রতি কোনো রাগ-ক্ষোভ নেই। কোনো অপপ্রচারে মাথা নত করিনি। গণমাধ্যমের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আমাকে আর আমার পরিবারকে নিয়ে কেউ আর মিথ্যা কথা লিখবেন না, মিথ্যা ছড়াবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান : ডিজি

ঘন কুয়াশায় ঢাকার চার ফ্লাইট নামল কলকাতায়

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল

কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক ৮ ফ্লাইট

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

অবশেষে যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

১০

১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা

১১

আজ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র তুলবেন যেভাবে

১২

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

১৩

কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকার বাতাসের অবস্থান কত

১৪

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

১৫

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৬

দুই ইসরায়েলিকে হত্যা, আহত ৬

১৭

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা ব্যাংক

১৮

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

১৯

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখেছেন তারেক রহমান

২০
X