কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মোসাদ্দেক আলীর বিরুদ্ধে টিন আত্মসাতের মিথ্যা মামলা বাতিল

মোসাদ্দেক আলীর বিরুদ্ধে টিন আত্মসাতের মিথ্যা মামলা বাতিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে সরকারি ত্রাণের টিন আত্মসাতের মিথ্যা মামলা বাতিল করে আপিল বিভাগের দেওয়া রায় বহাল রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) রিভিউ খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। এ মামলায় বেঞ্চের অপর বিচারপতিরা হলেন—বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। আদালতে মোসাদ্দেক আলীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুর রহমান খান। রায়ের পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, মোসাদ্দেক আলীর বিরুদ্ধে ওয়ান ইলেভেনের (১/১১) সময় ফৌজদারি মামলাটি করা হয়। মামলার অভিযোগে বলা হয়, তিনি সরকারি ত্রাণের টিন আত্মসাৎ করেছেন। পরে এই মামলায় দুদক অভিযোগপত্র দাখিল করেন। আমরা এই প্রসেডিংকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলাম। হাইকোর্ট দেখেছেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। এজন্য ২০১৮ সালে মামলা বাতিল করে হাইকোর্ট রায় দেন এবং মামলার যাবতীয় কার্যক্রম বাতিল ঘোষণা করেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আরও জানান, ২০১৮ সালের রায়ের পর এই আদেশের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করে। ২০২১ সালের ২ জুন সেটিও বাতিল হয়ে যায়। সেই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে রিভিউ পিটিশন করেছিল দুদক। আজ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউটি খারিজ করে দেন। এই আইনজীবী আরও বলেন, ‘আজকের আদেশের পরে এই মামলার আর কোনো বিচারিক কার্যক্রম অবশিষ্ট থাকল না। মোহাম্মদ মোসাদ্দেক আলী এই মামলাটিতে চূড়ান্তভাবে খালাসপ্রাপ্ত হলেন।’ মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের মার্চে দুদক রাজধানীর তেজগাঁও থানায় মোসাদ্দেক আলীসহ ছয়জনের বিরুদ্ধে এই মামলাটি করে। মামলায় তাদের বিরুদ্ধে ১০০ বান্ডেল সরকারি ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ আনা হয়। এরপর ২০০৮ সালে মামলাটি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে এবং মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোসাদ্দেক আলী। সেই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৮ সালের ৭ মার্চ হাইকোর্ট মামলা বাতিল ঘোষণা করেন। তৎকালীন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি শহিদুল করিম রায়ে উল্লেখ করেন, আবেদনকারী মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুর্নীতি দমন কমিশন তেজগাঁও শিল্প অঞ্চল থানায় করা বাংলাদেশ দণ্ডবিধির ৪০৯/৪০৬/ ৪২০/৪৭১ এবং ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুদক আইনের ৫(২), ১৫ ও ১৯ (১) ধারার মামলাটির রুল নিষ্পত্তি করে মামলাটি বাতিল ঘোষণা করা হলো। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়। ওই আপিলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০২১ সালের ২ জুন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের নেত্বত্বে আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে উল্লেখ করা হয়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ করার মতো কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি। তাই হাইকোর্টের রায়টি বহাল রাখা হলো। আপিল বিভাগ ২০২১ সালে দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করে দুদক। আজ বৃহস্পতিবার রিভিউও খারিজ করেন আদালত। এতে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

আফগানিস্তান সফরে গেলেন মামুনুল হকসহ ৭ আলেম

১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

সৌদি-পাকিস্তানের চুক্তি নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

প্রকাশিত হলো আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির আত্মজীবনী

শুক্রবার সকাল ৯টার মধ্যে চার বিভাগে বর্ষণের শঙ্কা, গরম কমবে না

বিজিবিতে চাকরি পেলেন সেই ফেলানীর ভাই

পিজ্জা’র একপাশে ভারত একপাশে পাকিস্তান, আছে বিশেষ বৈশিষ্ট্যও

৯ দিনের সরকারি সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব

১০

মুশফিকের সামনে ঐতিহাসিক মাইলফলক

১১

আসলেই কি পিসিবির কাছে ক্ষমা চেয়েছিলেন পাইক্রফট?

১২

কুমিল্লায় ফের বাড়ছে স্ক্যাবিসের সংক্রমণ

১৩

গার্দিওলার চোখে ইতিহাসের সেরা কোচ কে?

১৪

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের শিল্প গ্রুপের দুই কর্মকর্তা গ্রেপ্তার 

১৫

আজ প্রথম প্রেম মনে করার দিন

১৬

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পিটিশনে সই করল হাজারো ইসরায়েলি

১৭

কীভাবে বুঝবেন ডেঙ্গু নাকি চিকুনগুনিয়া হয়েছে

১৮

চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

১৯

নিখোঁজের এক মাস পর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের লাশ

২০
X