সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
আসামিদের প্রবেশনে পাঠানোর (ঘরে থেকেই সাজা ভোগের সুযোগ) আইন কার্যকর করতে চার বছর আগে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি সার্কুলার জারি করা হয়। কিন্তু প্রবেশনে পাঠানোর বিধান ততটা কার্যকর হয়নি। এ অবস্থায় গতকাল সোমবার প্রবেশনের বিধান কার্যকরের দাবিতে এক রিটের প্রাথমিক শুনানি শেষে অধস্তন আদালতকে উপযুক্ত মামলায় দণ্ডপ্রাপ্তদের প্রবেশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রবেশনে আসামিরা ঘরে বসেই একজন সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে সাজা খাটার সুযোগ পেয়ে থাকেন। সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদ উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মাদ মিসবাহ উদ্দিন ও মো. আশরাফুল ইসলাম। আসাদ উদ্দিন বলেন, হাইকোর্ট দণ্ডপ্রাপ্তদের প্রবেশন দিতে অধস্তন আদালতকে নির্দেশনা দিয়ে রুল জারি করেছেন। রুলে পৃথক প্রবেশন বিভাগ প্রতিষ্ঠার আদেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে চার সপ্তাহের জন্য রুল জারি করেন।
তিনি বলেন, আইন অনুযায়ী পুরুষ আসামির ক্ষেত্রে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডবিধির নির্দিষ্ট কয়েকটি ধারায় দণ্ড ছাড়া যে কোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারে। মহিলা আসামির ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাদে যেকোনো দণ্ডের ক্ষেত্রে প্রবেশন পেতে পারে। কিন্তু বাস্তবতা হলো, অত্যন্ত অল্প দণ্ডের মামলাও ম্যাজিস্ট্রেট আদালত থেকে দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ ঘুরে আপিল বিভাগ পর্যন্ত চলে আসছে। অথচ এমন অসংখ্য মামলা আছে, যেগুলোতে প্রবেশন আদেশ হলে প্রথম কোর্টেই শেষ হয়ে যেতে পারত। এমনিভাবে মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে দীর্ঘসময় যায়। মামলা জট তৈরি হয়। এসব বিষয় উল্লেখ করে হাইকোর্টে ১১ জন আইনজীবী রিট করেন।
এর আগে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি ১৯৬০ সালের ‘দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স’-এর অধীনে ছোটখাটো অপরাধের আসামিদের প্রবেশনে পাঠানোর বিধান কার্যকর করতে সারা দেশের বিচারকদের নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে। এরপর থেকেই আইনটির প্রয়োগে কিছুটা গতি আসে। সুপ্রিম কোর্টের ওই সার্কুলারে বলা হয়, বর্তমানে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার প্রায় সব ক্ষেত্রেই দণ্ডিতদের সাজাভোগের নিমিত্তে কারাগারে পাঠানো হয়। এতে দেশের কারাগারগুলোয় সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়াসহ দেশের একটি আইনের বিধানকে সরাসরি অবজ্ঞা করা হচ্ছে। ফলে কারাগারের পরিবেশসহ সমাজে এক নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে চলেছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য ‘দ্য প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্স ১৯৬০’-এর বিধানাবলির যথাযথ প্রয়োগ অপরিহার্য হয়ে পড়েছে।
প্রবেশনের সুযোগ পাবেন যারা—কোনো পুরুষ ১৮৬০ সালের দণ্ডবিধির ষষ্ঠ (রাষ্ট্রবিরোধী) ও সপ্তম অধ্যায়ের (সেনা, নৌ ও বিমানবাহিনী সংক্রান্ত) অপরাধ বা দণ্ডবিধির ২১৬ (ক), ৩২৮, ৩৮৬, ৩৮৭, ৩৮৮, ৩৮৯, ৩৯২, ৩৯৩, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০১, ৪৫৫, ৪৫৮ ধারার অপরাধ অথবা মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য কোনো দণ্ডনীয় অপরাধে দণ্ডিত হলে এই আইনে সুবিধা পাবেন। কোনো নারী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হওয়ার মতো অপরাধ ব্যতীত অন্য কোনো দণ্ডনীয় অপরাধে দণ্ডিত হলে অপরাধের প্রকৃতি, পারিপার্শ্বিকতা, অপরাধীর চরিত্র ইত্যাদি বিবেচনা করে আদালত শাস্তি দেওয়ার পরিবর্তে প্রবেশনে পাঠাতে পারেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
জীবননগরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক হয়ে উঠেছে’
১
গবেষণার মাধ্যমে টেকসই বাংলাদেশের ভিত্তি তৈরি হয় : পিবিপ্রিবি উপাচার্য
২
বাউবি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা পৌঁছে দিতে কাজ করছে : উপাচার্য ওবায়দুল ইসলাম
৩
আর্তমানবতার সেবায় প্রত্যেককে কাজ করার আহ্বান ডা. জুবাইদার
৪
কুমারখালীতে কবি শাহীনা সোবাহানের সম্মানে সাহিত্য আড্ডা
৫
জ্বালানি খাতে গবেষণার উদ্যোগ / পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই’র সমঝোতা স্মারক স্বাক্ষর
৬
ধানমন্ডি লেকে শোভাবর্ধন কর্মসূচি / ঢাকাকে বাঁচাতে হলে নাগরিকদের ভূমিকা নিতে হবে : ব্যারিস্টার অসীম
৭
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনি কাজ করার আহ্বান আমির খসরুর
৮
দৌলতপুরে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : জুয়েল
৯
রাকসু ভবনে রঙের ছোঁয়া, প্রস্তুত হচ্ছে কার্যালয়
১০
স্বাধীনতাবিরোধী অপশক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান
১১
নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে : দুলু
১২
শাহজালালে আগুন / ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
১৩
ভাটারা থানা জিতল জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট
১৪
বাংলাদেশ গরিব না, রাজনীতিবিদরা দুর্নীতিবাজ : কর্নেল অলি
১৫
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল
১৬
কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি
১৭
বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস’ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
১৮
লঘুচাপের শঙ্কা, বৃষ্টি হতে পারে টানা ৫ দিন
১৯
ওজনে মিষ্টি কম দেওয়ায় টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ