কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

গায়ক নোবেল গ্রেপ্তার

গায়ক নোবেল গ্রেপ্তার
গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল থানায় হওয়া প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলাটি করা হয়। মতিঝিল থানায় মামলাটি করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম। গত ১৭ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এসব তথ্য জানিয়েছেন। এজাহারে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়। গত ২৫ মার্চ বাদী সাফায়েত ইসলাম ও তার বন্ধু হাবিবুর রহমান রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলে চুক্তির সময় নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেন। নোবেল অনুষ্ঠানের আগেই অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন। এজাহারে আরও বলা হয়, এসএসসি ব্যাচের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর ব্রাঞ্চ থেকে ৪৭ হাজার টাকা নোবেলকে পাঠানো হয়। গত ১৪ এপ্রিল একই ব্রাঞ্চ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে মোট ১ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। কিন্তু নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে চুক্তির টাকা আত্মসাৎ করেন। বাদী সাফায়েত ইসলাম কালবেলাকে বলেন, নোবেল টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে হাজার হাজার দর্শকের সামনে আমাদের লাঞ্ছিত করেছেন। এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেছিলেন, মামলার প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে, নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলা তদন্তাধীন। ২০২১ সালে ১ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু এ মামলা করেন। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষের পুরো টাকা না পেয়ে তদন্তে জালিয়াতির অভিযোগ ডিবি কর্মকর্তার বিরুদ্ধে

জ্যামাইকা তছনছ করে ধেয়ে যাচ্ছে ‘মেলিসা’, কিউবায় সতর্কতা

গাছের তৈরি ২২ চাকার বাইকে দাপিয়ে বেড়াচ্ছে যুবক

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আজ বিশ্ব স্ট্রোক দিবস

অ্যালার্জি সম্পর্কে জানুন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

বিপিএলে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে যে ১০ প্রতিষ্ঠান

ধর্ষণ মামলার সাক্ষী বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

অবসরে যাচ্ছেন রজনীকান্ত? গুঞ্জনেই অনুরাগীদের মধ্যে তোলপাড়

১০

ভয়াবহ বায়ুদূষণের কবলে লাহোর, ঢাকার খবর কী

১১

সামরিক বিমানের ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল টেসলা গাড়ি

১২

ডায়াবেটিস বেড়েছে বুঝবেন যেসব লক্ষণে

১৩

আজীবন ফিলিস্তিনের পক্ষে লড়াই করা সেই নারী এখন প্রেসিডেন্ট

১৪

নতুন করে গাজায় বিমান হামলা, নিহত ১৮

১৫

আজ রাত থেকে দুদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

১৬ ক্যাটাগরিতে পরিবেশ অধিদপ্তরের বড় নিয়োগ

১৭

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৮

নারী প্রধানমন্ত্রীকে চুমু দেওয়ার চেষ্টা আরেক প্রধানমন্ত্রীর, ভিডিও ভাইরাল

১৯

বিদেশে উচ্চ শিক্ষায় ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা

২০
X