কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

গায়ক নোবেল গ্রেপ্তার

গায়ক নোবেল গ্রেপ্তার
গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মতিঝিল থানায় হওয়া প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে নোবেলের বিরুদ্ধে মামলাটি করা হয়। মতিঝিল থানায় মামলাটি করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি সাফায়েত ইসলাম। গত ১৭ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এসব তথ্য জানিয়েছেন। এজাহারে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে ১ লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়। গত ২৫ মার্চ বাদী সাফায়েত ইসলাম ও তার বন্ধু হাবিবুর রহমান রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলে চুক্তির সময় নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেন। নোবেল অনুষ্ঠানের আগেই অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন। এজাহারে আরও বলা হয়, এসএসসি ব্যাচের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করে গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর ব্রাঞ্চ থেকে ৪৭ হাজার টাকা নোবেলকে পাঠানো হয়। গত ১৪ এপ্রিল একই ব্রাঞ্চ থেকে ১ লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে মোট ১ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। কিন্তু নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে চুক্তির টাকা আত্মসাৎ করেন। বাদী সাফায়েত ইসলাম কালবেলাকে বলেন, নোবেল টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে হাজার হাজার দর্শকের সামনে আমাদের লাঞ্ছিত করেছেন। এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেছিলেন, মামলার প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে, নোবেলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলা তদন্তাধীন। ২০২১ সালে ১ জুন ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু এ মামলা করেন। বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে। আগামী ১৩ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ববিরোধে থেমে গেল জীবনের প্রাণ 

সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ : রাজউক চেয়ারম্যান

অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

এসএমসিতে পার্ট টাইম চাকরির সুযোগ

দেশে ফের ভূমিকম্প

৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

যুবদল নেতা বহিষ্কার

টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ট্রান্সকম

১০

জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা 

১১

২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১২

প্রাক্তন স্ত্রীকে চমকে দিলেন আমির খান

১৩

ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল ২ ভাইয়ের 

১৪

বিশ্বকাপে প্রথম পদক নিশ্চিত করল বাংলাদেশ

১৫

যেসব জেলা রয়েছে ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে

১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপিং প্রকাশ, বাংলাদেশের গ্রুপে কারা

১৭

দিল্লিতে ভয়াবহ বিপর্যয়, স্কুল-কলেজে নতুন নির্দেশনা

১৮

‘হানি ট্র্যাপে’ ফেলে চিকিৎসকের আপত্তিকর ভিডিও, নারীসহ গ্রেপ্তার ৪ 

১৯

কবে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি জানা গেল

২০
X