ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের

নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের
নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ প্রস্তাব করেন। মানববন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, এখানে অনেক ধরনের বক্তব্য এসেছে। আমি একটু ভিন্ন বক্তব্য দিতে চাই। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পর আজ পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু কী ধরনের মহাদুর্যোগের ভেতর দিয়ে দেশ চলেছে, দেশের সব জায়গায় আমরা বিশ্ববাসীর সঙ্গে যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি সেটা কেউ অস্বীকার করতে পারবে না। সে কারণে প্রধানমন্ত্রী, সুশীল সমাজ ও রাজনৈতিক দল, সবার কাছে আকুল আবেদন জানাই, আগামী ৬ মাস পরে যে জাতীয় নির্বাচন রয়েছে, যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু আমি মনে করি, প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি ইচ্ছা করলে মহাদুর্যোগের কারণ দেখিয়ে সংসদের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে নিতে পারেন। কমপক্ষে দুই বছর তো হতেই পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সংসদ দুই বছর ঠিকমতো কাজ করতে পারেনি। দেশ সঠিকভাবে পরিচালিত হয়নি। সে কারণে প্রধানমন্ত্রী, সরকার, নির্বাচন কমিশন সবার কাছে আকুল আবেদন জানাই—এ ধরনের পরিস্থিতিতে যখন আমাদের সামাজিক, অর্থনৈতিক নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি—সেই সময়ে এ ধরনের জাতীয় নির্বাচনের নামে যে হানাহানি এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের কোনো ধরনের বাধ্যবাধকতা সরকার এবং জনগণের নেই।’ মানববন্ধনে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদার সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের ডিন ও নীল দলের আহ্বায়ক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ সামাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহিম, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির, সামাজিকবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম খান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জামাল উদ্দিন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ওয়াহেদুজ্জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি তদারকিতে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

কারাগারে আত্মহত্যা করেছেন ‘উদ্ভাবক’ মিজান : পুলিশ

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : মাসুদুজ্জামান

শিল্প সরোবরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণিল আয়োজন

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের

হাদির ওপর গুলিবর্ষণকারীর পরিচয় শনাক্তের দাবি জুলকারনাইনের

ওসমান হাদিকে নিয়ে সুখবর দিলেন তাসনিম জারা

গুলিবিদ্ধ হাদির খোঁজ-খবর নিলেন ডা. জুবাইদা রহমান

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

১০

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে ছাত্র-জনতার বিক্ষোভ

১১

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

১২

‘হাদির অস্ত্রোপচারের সময় দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়’

১৩

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শালিসকে’ কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

১৫

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে : প্রগতিশীল ইসলামী জোট

১৬

নিলামের পর ঢাকা ক্যাপিটালসের বড় চমক

১৭

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

১৮

সাবেক রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

ওসমান হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক : স্বাস্থ্যের ডিজি

২০
X