নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের
সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
নির্বাচন ছাড়াই সংসদের মেয়াদ ৫ বছর বাড়ানোর প্রস্তাব ঢাবি শিক্ষকের
নির্বাচন ছাড়াই বর্তমান জাতীয় সংসদের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন।
আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এ প্রস্তাব করেন। মানববন্ধনে শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, এখানে অনেক ধরনের বক্তব্য এসেছে। আমি একটু ভিন্ন বক্তব্য দিতে চাই। ২০১৮ সালে জাতীয় নির্বাচনের পর আজ পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু কী ধরনের মহাদুর্যোগের ভেতর দিয়ে দেশ চলেছে, দেশের সব জায়গায় আমরা বিশ্ববাসীর সঙ্গে যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি সেটা কেউ অস্বীকার করতে পারবে না। সে কারণে প্রধানমন্ত্রী, সুশীল সমাজ ও রাজনৈতিক দল, সবার কাছে আকুল আবেদন জানাই, আগামী ৬ মাস পরে যে জাতীয় নির্বাচন রয়েছে, যদিও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা আছে। কিন্তু আমি মনে করি, প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি ইচ্ছা করলে মহাদুর্যোগের কারণ দেখিয়ে সংসদের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে নিতে পারেন। কমপক্ষে দুই বছর তো হতেই পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে জাতীয় সংসদ দুই বছর ঠিকমতো কাজ করতে পারেনি। দেশ সঠিকভাবে পরিচালিত হয়নি। সে কারণে প্রধানমন্ত্রী, সরকার, নির্বাচন কমিশন সবার কাছে আকুল আবেদন জানাই—এ ধরনের পরিস্থিতিতে যখন আমাদের সামাজিক, অর্থনৈতিক নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছি—সেই সময়ে এ ধরনের জাতীয় নির্বাচনের নামে যে হানাহানি এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের কোনো ধরনের বাধ্যবাধকতা সরকার এবং জনগণের নেই।’
মানববন্ধনে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদার সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ফার্মেসি অনুষদের ডিন ও নীল দলের আহ্বায়ক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ সামাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রহিম, সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির, সামাজিকবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক সাদেকা হালিম, সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান, স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম খান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ফ ম জামাল উদ্দিন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মো. ওয়াহেদুজ্জামান প্রমুখ।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
শামীমের কারণে ঘুমাতে পারছেন না অহনা
১
‘নীলচক্রে’ গাইলেন জালালী শাফায়াত, নাচলেনও
২
ইসরায়েলের তৈরি ৩০ ড্রোন নাস্তানাবুদ করল পাকিস্তান
৩
আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার করছে : আসিফ নজরুল
৪
আ.লীগ নিষিদ্ধ নিয়ে সরকারের বিবৃতি
৫
নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে : ডা. জাহিদ
৬
ভারতে বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটেরও মৃত্যু, নিহত বেড়ে ৬
৭
শ্রীলঙ্কায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ সেনা নিহত
৮
আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে তথ্য উপদেষ্টার ‘কয়েকটি কথা’
৯
তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের
১০
বনাঞ্চল উজাড় করে মাছের ঘের
১১
সরকার-নির্বাচন কমিশন চাইলে আ.লীগকে নিষিদ্ধ করতে পারে : মঈন খান