বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আমলাচক্রে বাস্তবায়ন হচ্ছে না প্রধানমন্ত্রীর আশ্বাস

আমলাচক্রে বাস্তবায়ন হচ্ছে না প্রধানমন্ত্রীর আশ্বাস
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যার সমাধান এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধনপূর্বক গ্যাজেট প্রকাশে বিলম্বের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। লিখিত বক্তব্যে পরিষদের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত আয়োজিত আইডিইবির জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এর জনস্বার্থবিরোধী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণসহ আপত্তিকর বিভিন্ন ধারা, উপধারা সংশোধনপূর্বক গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাথমিক নিযুক্তিতে অন্যান্য কারিগরি পেশাজীবীদের মতো একটি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, ডিজাইন ও প্ল্যানিংয়ে কর্মরত উপসহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলীদের মতো তিনটি বিশেষ ইনক্রিমেন্ট ব্যক্তিগত ভাতা হিসেবে প্রদান, সরকারি-আধা সরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা ও সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোতে উপসহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ ও সর্বোচ্চ পদ পর্যন্ত পদোন্নতির সুযোগ অবারিত করা, বিভিন্ন সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুসারে সংস্থার জন্য কল্যাণকর সমন্বিত অর্গানোগ্রাম প্রণয়ন এবং পলিটেকনিক ইনস্টিটিউটসহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক স্তরে এসএসসি ভোকেশনাল শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়াধীন টিটিসিতে বিদ্যমান শিক্ষক-ছাত্রদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে দীর্ঘদিনের অপেক্ষাতেও সমস্যা সমাধানে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না। তিনি বলেন, উন্নয়ন কর্মীদের অত্যন্ত কূটকৌশলে সরকারের বিপক্ষে মাঠের আন্দোলনে ঠেলে দেওয়ার কৌশল নিয়েছে একটি চিহ্নিত কারিগরি আমলাচক্র। সেই চক্র ডিপ্লোমা আন্তর্জাতিকভাবে স্বীকৃত চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ তিন বছরে আনা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বয়স্ক শিক্ষার্থী ভর্তি করা, বিভিন্ন প্রকৌশল সংস্থায় জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ষড়যন্ত্রমূলক পদোন্নতি প্রদান, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট উপেক্ষা করে অর্গানোগ্রাম প্রণয়ন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মপ্রবেশের পথ রুদ্ধ করা, বেসরকারি বিভিন্ন সংস্থায় ও প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত পদবি ও বেতন স্কেল না দিয়ে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক মির্জা এটিএম গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুছ, মো. গিয়াস উদ্দিন, মো. শাহজাহান কবীর, ইদরীস আলী, আমানুল্লাহ খান ইউসুফজি, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব সৈয়দ মুস্তাসীর হাফিজ প্রমুখ। দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। সেগুলো হলো- ২৪ থেকে ৩০ মে ঢাকায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ভিত্তিক প্রতিবাদ সভা ও নেতাদের মতবিনিময় সভা; ৩১ মে ঢাকাসহ সব জেলা শহরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের অংশগ্রহণে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রেরণ; ৫ জুন ঢাকা বিভাগের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ; ৬-১৫ জুন কেন্দ্রীয় নেতাদের প্রতিটি জেলায় সাংগঠনিক সফর ও প্রতিবাদ সমাবেশ এবং ১৭ জুলাই দেশের সব অঞ্চল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবীদের অংশগ্রহণে ঢাকায় মহাসমাবেশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১০

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১১

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১২

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৩

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৪

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৫

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৬

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৭

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৮

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৯

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

২০
X