ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক নারী ছাত্রীকে ইভটিজিং ও ভুয়া ডিবি পরিচয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল মোবাইল টিম। গতকাল রোববার রাতে পৃথক পৃথক সময়ে তাদের আটক করে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, ঢাবির রোকেয়া হলের সামনে এক ছাত্রীকে ইভটিজিং করার সময় একজনকে আটক করে প্রক্টরিয়াল টিম। এ ছাড়া ভুয়া ডিবি পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ারের সামনে থেকে বহিরাগত আরও এক যুবককে আটক করা হয়েছে। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।