কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

সিইই লিডারশিপ প্রোগ্রামের জন্য বাংলাদেশিদের আবেদন চেয়েছে যুক্তরাষ্ট্র

সিইই লিডারশিপ প্রোগ্রামের জন্য বাংলাদেশিদের আবেদন চেয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে সুশীল সমাজের নেতৃত্ব বিকাশকল্পে কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশিদের কাছ থেকে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ২০২৩-২৪ সালের জন্য সিইই প্রোগ্রামের আবেদন অনলাইনে করা যাবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ সালের কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) প্রোগ্রামে বাংলাদেশসহ শতাধিক দেশের ২১ থেকে ২৮ বছর বয়সী আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এর ফলে তারা নেটওয়ার্ক; সম্পর্ক ও জনকল্যাণে তথ্য ব্যবহারের শক্তিকে কাজে লাগিয়ে নাগরিক সংলাপ ও শান্তি স্থাপন, মুক্ত ও অংশগ্রহণমূলক সরকার; নারী ও জেন্ডার; অভিযোজন সক্ষমতা ও টেকসই উন্নয়ন এবং যুবসমাজের সক্রিয়তাসহ বিভিন্ন জরুরি সমস্যা নিরসনে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের পূর্ণ অর্থায়নে বছরব্যাপী এ প্রোগ্রামে দেশটির একটি সুশীল সমাজ প্রতিষ্ঠানে তিন মাস হাতে-কলমে অনুশীলনের সুযোগ রয়েছে। কমিউনিটি এনগেজমেন্ট এক্সচেঞ্জ (সিইই) কার্যক্রমের লক্ষ্য হলো নেতৃত্বের বৃহত্তর ভূমিকা অনুধাবন, সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতামূলক নেতৃত্ব প্রদানে অংশগ্রহণকারীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বিশ্বব্যাপী সুশীল সমাজের জন্য উদ্ভাবনী পরিবেশ সৃষ্টিতে অংশগ্রহণকারী (ফেলোদের) ক্ষমতায়ন। পূর্ণ অর্থায়নে যুক্তরাষ্ট্রে তিন মাসের হাতে-কলমে অনুশীলনের বাইরে এই কার্যক্রমের আওতায় রয়েছে নেতৃত্ব ও সামাজিক সক্রিয়তা, সেবা বিষয়ে শেখার সুযোগ, পরামর্শদান ও ফেলোদের নিজ নিজ দেশে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন বিষয়ে অনলাইন ও মুখোমুখি প্রশিক্ষণ। সিইই একটি মেধাভিত্তিক কার্যক্রম। আবেদনের যোগ্যতা আবেদনকারীর বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। নিজ দেশে বসবাসরত ও কর্মরত হতে হবে। নিজ সম্প্রদায়ের পক্ষে কর্মরত উদ্বাস্তু অবস্থাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ বিবেচনা নেওয়া যেতে পারে। নিজ দেশের সুশীল সমাজকে সহায়তা দিতে পেশাজীবন গড়ার লক্ষ্যে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত উদ্যোগে পেশাজীবী অথবা স্বেচ্ছাসেবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চ সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া ২০২৪ সালে এই প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে থাকতে হবে। নিজ দেশে জনসমাজের অংশগ্রহণে পরিচালিত কোনো কমিউনিটি এনগেজমেন্ট প্রজেক্ট (সিইপি) সম্পন্ন করতে দেশে ফেরার অঙ্গীকার থাকতে হবে। যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক অর্থায়িত কোনো বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এমন আবেদনকারীর নিজ দেশে অবস্থানের আবশ্যকীয় সময়সীমা অবশ্যই দুই বছর পূর্ণ হতে হবে। কার্যক্রম শেষে ন্যূনতম দুই বছরের জন্য নিজ দেশে ফেরার অঙ্গীকার থাকতে হবে। আর্থিক সুবিধা সিইই যুক্তরাষ্ট্রের একটি পূর্ণ অর্থায়ন প্রোগ্রাম। এর আওতায় জে-১ ভিসা সুবিধা, নিজ দেশ থেকে প্রোগ্রামের জন্য যুক্তরাষ্ট্র আসা-যাওয়ার ভ্রমণ খরচ দেওয়া হবে। এ ছাড়া বাসাভাড়া, খাবারসহ জীবনযাপনের ব্যয় নির্বাহে মাসিক ভাতা দেওয়া হবে। দুর্ঘটনা ও অসুস্থতাজনিত স্বাস্থ্য সুবিধাও আছে। আগ্রহী প্রার্থীদের এই লিঙ্ক থেকে প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় : ৩০ নভেম্বর ২০২২, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (ওয়াশিংটন ডিসি সময়)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই কানুর ফাঁসি চেয়েছিল আ.লীগ

ওমরাহ পালনকারীদের জন্য নতুন ঘোষণা

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র : সারজিস

আগামী জুনের মধ্যেই নির্বাচন চান লায়ন ফারুক

কম্বল বিতরণ না করেই ফিরলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি নিয়ে ক্রমেই অনিশ্চয়তা বাড়ছে

রিমান্ড শেষে কামরুল ইসলাম ও সোলায়মান সেলিম কারাগারে

পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম / শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

আগামী নির্বাচনে ইভিএমে ভোট হবে না : বদিউল আলম

ঢাবিতে দেশের একমাত্র নন-ফিকশন বইমেলা ২৮ ডিসেম্বর শুরু

১০

স্ত্রীকে উপহার দিতে পৌরসভার ‘লাভ চিহ্ন’ চুরি, অতঃপর...

১১

বিশ্বমানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রোগ্রাম এখন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে

১২

সীমান্তবর্তী নদীতে পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ

১৩

বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৪

দেশকে প্রসারিত করার অপচেষ্টা চালাচ্ছে ভারত : আলতাফ চৌধুরী

১৫

সচিব নিবাসেও আগুন

১৬

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ফখরুলের বিবৃতি

১৭

‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ অন্যতম সহায়ক শক্তি’

১৮

নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে ‘জঙ্গি’ দাবি ইসরায়েলের

১৯

সচিবালয়ের পোড়া ভবন থেকে মিলল মৃত কুকুর

২০
X