শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৩, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিক ও বুটেক্সসাসের সাবেক সভাপতিকে হেনস্তা ছাত্রলীগের

কালবেলার সাংবাদিক ও বুটেক্সসাসের সাবেক সভাপতিকে হেনস্তা ছাত্রলীগের
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বুটেক্সসাস) সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া বিভাগের সাংবাদিক মেহেদী হাসানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের ৪৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। তিনি জানান, ক্যাম্পাসে প্রবেশের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক শামসুল আলম অন্তর (ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী) তার বাইক আটকায় এবং মেহেদীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এলে ছাত্রলীগের কর্মীরা হেনস্তা করে এবং জোর করে বুটেক্স ছাত্রলীগের কার্যালয়ে নিয়ে যায়। সেখানে বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু ও সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ জয়ের সামনে তার ওপর মানসিক নির্যাতন চালানো হয়। কয়েক দিন আগে দৈনিক কালবেলার সহকর্মী আকরাম হোসেন ছাত্রলীগ দ্বারা হামলার শিকার হন। এ বিষয়ে মেহেদী তার ফেসবুকে পোস্ট করায় তারা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটায়। এ ঘটনায় আরও জড়িত ছিলেন বুটেক্স শাখা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক উপসম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী কৌশিক বাড়ৈ, সাবেক সহসম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফেব্রিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী অনিক সাদমান, সাবেক সহসম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী জাকারিয়া বিন হোসেনসহ আরও ১০ থেকে ১৫ জন। এ বিষয়ে মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মশিউর রহমানের কাছে লিখিত অভিযোগ দিলে তিনি বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষ অতিদ্রুত ব্যবস্থা নেব। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কৌশিক বাড়ৈ বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি ছিলাম, তবে আমি কোনো ধরনের হেনস্তার সঙ্গে জড়িত ছিলাম না। আর আমার জানামতে কেউ হেনস্তাও করেনি। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, অভিযুক্তরা বুটেক্স ছাত্রলীগের কর্মী নন; ঘটনার সঙ্গে জড়িতদের দায়ভার ছাত্রলীগ বহন করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

আন্দোলবে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

ঢাকা কলেজে উত্তেজনা

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

১০

বিএনপির নির্বাচনী পথসভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

১১

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

১২

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

১৩

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

১৪

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

১৫

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

১৬

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

১৭

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

১৮

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

১৯

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

২০
X