এবার পরীক্ষা নিয়ন্ত্রককে কারণ দর্শানো নোটিশ ঢাবি প্রশাসনের
সম্পাদক ও প্রকাশক : সন্তোষ শর্মা । বিভাগীয় প্রধান (অনলাইন): পলাশ মাহমুদ
কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
এবার পরীক্ষা নিয়ন্ত্রককে কারণ দর্শানো নোটিশ ঢাবি প্রশাসনের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর হঠাৎ বিশেষ মোনাজাতের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।
আজ বুধবার এ সংক্রান্ত একটি চিঠির কপি কালবেলার হাতে এসেছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, মো. বাহালুল হক চৌধুরীর ছুটি মঞ্জুর ও কাজে যোগদানের আবেদন কর্তৃপক্ষের নজরে এসেছে। তিনি গত ৯ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রায় ৩০-৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে বিভিন্ন ধরণের অসংগতিপূর্ণ বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেছেন। এ ধরণের আচরণ খুবই অনাকাঙ্খিত বলে কতৃপক্ষের কাছে মনে হয়েছে।
নোটিশে আরও বলা হয়, কেন এবং কী উদ্দেশ্যে তিনি এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে পত্র ইস্যুর তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রবীর কুমার সরকারের কাছে জবাব দিতে বলা হয়েছে।
Link a Story
ইবিতে ছাত্রী নির্যাতন : সানজিদাসহ ৫ নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের স্ত্রী মারা গেলে তার জানাজায় অংশ নিতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ দুই উপ-উপাচার্য। আর এতেই ক্ষুদ্ধ হন বাহালুল। পরে গত ৯ ফেব্রুয়ারি তিনি ভিসির বাসভবনে প্রবেশ করে বিশেষ মোনাজাত ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে চাকরি না করার ঘোষণা দেন এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তার সঙ্গে ছিলেন। পরে এ নিয়ে ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি হয়।
এর আগে গত বছরের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি না দিয়ে অবৈধভাবে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে ৫৩ জনকে নিয়োগ, অধিভুক্ত কলেজগুলোর কোনো কোনো কাজে ব্যাংকে লেনদেন না করা, অধিভুক্ত কলেজ থেকে ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ, অফিসের কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে একক আধিপত্য বিস্তারসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
সরকারি চাকরির আচরণবিধি লঙ্ঘন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ফেসবুক স্ট্যাটাস
১
বিভিন্ন হামলা-নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে মামলা করবে ববি ছাত্রদল