কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব সোলেমান খান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব সোলেমান খান
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) সোলেমান খান। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাকে নিয়োগ দিয়েছে। আর বর্তমান শিক্ষা সচিব আবু বকর ছিদ্দীককে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে। সোলেমান খান ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১ম বিসিএস) সহকারী কমিশনার সিলেট বিভাগে প্রথম যোগদান করেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কোম্পানীগঞ্জ ও মৌলভীবাজার, কুলাউড়া উপজেলায় দায়িত্ব পালন করেন। ২০০০-২০০১ সালে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও নোয়াখালী জেলায় দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৫ সালে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় দীর্ঘ তিন বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, অর্থ বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এরপর সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হিসেবে পদোন্নতি পান। উপসচিব হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে তিনি বাংলাদেশ সরকারে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিট’ পরিচালক হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন। এরপর তিনি সরকারের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। সরকারের অতিরিক্ত সচিব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত সচিব হিসাবে সফলতার সঙ্গে কাজ করেছেন প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক হিসাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। সোলেমান খান টাঙ্গাইল জেলার মাইশামুড়া বি কে উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজ থেকে ১৯৮২ ও ১৯৮৪ সালে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিকম (সম্মান) এবং ১৯৮৮ সালে এমকম পাশ করেন। পরবর্তীতে তিনি ইয়ামাগুচি ইউনিভার্সিটি, জাপান থেকে অর্থনীতিতে আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি রাজবাড়ী-১ আসনের প্রয়াত জাতীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুল ওয়াজেদ চৌধুরীর জামাতা এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য সালামা চৌধুরী রুমার স্বামী। বর্নাঢ্য জীবনের অধিকারী এ কর্মকর্তা দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ নিয়েছেন। বিশেষ করে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ও শিক্ষা সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধে হিসেবে যোগদান করেন। তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুর্কি ও মিশরসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এ ছাড়া তিনি অনেকগুলো সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িত আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বধূ বেশে সাদিয়া

চবিতে প্রশাসনিক ভবনে তালা

কুষ্টিয়ায় রেলপথ অবরোধ

বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলল ডিএমপি 

সুখ খুঁজছেন অক্ষয় কুমার

ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের পথে

কলকাতায় নিরাপত্তা নিয়ে ‘গুরুতর হুমকি’ অনুভব করেন মেসি

অতিরিক্ত স্ক্রিন টাইম নীরব ক্ষতি করছে আপনার চোখ ও মস্তিষ্কের

জীবনহানির শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী দোলনের জিডি

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি ছিল অগ্রভাগে : সাঈদ আহমেদ

১০

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড

১১

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে গোলাগুলি, অভিযুক্ত বাবা-ছেলে

১২

এভারকেয়ার থেকে বিমানবন্দরে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে

১৩

স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের

১৪

আইপিএলে পুরো মৌসুমে নেই বাংলাদেশিরা, নিলামে দল পাওয়া নিয়ে সংশয়

১৫

লবণ খাওয়ার বিষয়ে সতর্ক করছেন চিকিৎসক

১৬

নিজ বাড়িতে রহস্যজনক মৃত্যু হলিউড নির্মাতা দম্পতির

১৭

ডিবি হেফাজতেই আনিস আলমগীর, জিজ্ঞাসাবাদ চলছে

১৮

সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

১৯

নৌপরিবহন উপদেষ্টা / জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত

২০
X