রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রুয়েটে বিভক্ত প্রশাসন, বুদ্ধিজীবী দিবসে পৃথক কর্মসূচি

রুয়েটে বিভক্ত প্রশাসন, বুদ্ধিজীবী দিবসে পৃথক কর্মসূচি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গত ৩ আগস্ট থেকে রুটিন দায়িত্বপ্রাপ্ত একজন ভাইস চ্যান্সেলর দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) চলছে। দীর্ঘ এ সময়েও বিশ্ববিদ্যালয়টিতে পূর্ণাঙ্গ ভাইস চ্যান্সেলর না দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। এর ফলে রুয়েটের বিভক্ত প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিও পৃথকভাবে পালন করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রুয়েটের সদ্য সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখের মেয়াদ শেষ হয় গত ৩০ জুলাই। এরপর ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেয়। কিন্তু অধ্যাপক সাজ্জাদ প্রকৌশল শিক্ষাবিদ না হওয়ায় বিদ্যালয়টির শিক্ষক সমিতির নেতারা এর প্রতিবাদ জানিয়েছিলেন। তখন থেকেই রুয়েট প্রশাসনে ফাটল ধরে। রুয়েট সূত্রে আরও জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির আইন-২০০৩ এর ধারা ১০ (১) মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্ব যিনি পাবেন তাকে অবশ্যই ‘প্রকৌশল শিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত একজন জ্যেষ্ঠ প্রকৌশল শিক্ষাবিদ হতে হবে। কিন্তু বর্তমান ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলরের এই যোগ্যতা নেই। কেননা, ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেয়। রুয়েটের আইন অনুযায়ী, তিনি প্রকৌশল শিক্ষাবিদ নন। রুয়েটে প্রকৌশল শিক্ষাবিদকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে রুয়েট শিক্ষক সমিতি। গত ৭ আগস্ট রুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. রবিউল আওয়াল এ নিয়ে লিখিত একটি প্রতিবাদও জানিয়েছিলেন। তখন থেকেই রুয়েট প্রশাসনে ফাটল দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত ১২টা ১ মিনিটে রুয়েট শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেন তিনি। এ সময় তিনি (ভারপ্রাপ্ত ভিসি) ছাড়া রুয়েট প্রশাসনের ঊর্ধ্বতন কোনো ব্যক্তি তার সঙ্গে ছিলেন না। এর কিছুক্ষণ পরেই রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে শহীদ বুদ্ধিজীবীদের ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় কর্মসূচিতে রুয়েট শিক্ষক সমিতির সভাপতি, গবেষণা ও সম্প্রসারণ প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মো. ফারুক হোসেন; শিক্ষক সমিতির সহসভাপতি, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদত, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. রবিউল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে রুয়েট শিক্ষক সমিতির এক নেতা বলেন, রুয়েটের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সাজ্জাদ বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে বিএনপি প্যানেল থেকে শিক্ষক সমিতির নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। তা ছাড়া রুয়েটের আইন অনুযায়ী, তাকে রুয়েটের ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়নি। সুতরাং বিএনপি-জামায়াতের একজন শিক্ষকের সঙ্গে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে অংশ নিতে পারি না। তবে নাম প্রকাশ না করার শর্তে রুয়েটের এক কর্মকর্তা বলেন, ‘রুটিন দায়িত্বের ভিসি যাই হোক না কেন তাকে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিরা আলাদাভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন করা যুক্তিযুক্ত নয় বলে আমার কাছে মনে হয়েছে। আলাদাভাবে কেন শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন করা হয়েছে এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেনকে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা অবধি অসংখ্যবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। জানতে চাইলে রুয়েটের ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, কেন তারা আলাদা করে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন করেছে তা আমার জানা নেই। তবে তারা আলাদা করে কর্মসূচি পালন করতেই পারে। বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে তাহলে কেন দায়িত্ব দেওয়া হয়েছে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে ইন্টারনেটের ধীরগতি

আলভারেজের দাম বেঁধে দিল ম্যানসিটি

জোট বেঁধে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়া-চীনের যুদ্ধবিমানের হানা

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে সিদ্ধান্ত রোববার

পাঁচ পদে ২০ জনকে নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

মোবাইল ইন্টারনেট কবে চালু হবে, জানা যাবে কাল

শিশু আহাদের দাফন দিয়ে বাড়িতে শুরু পারিবারিক কবরস্থানের

প্যারিসে বেরসিক বৃষ্টিতে ভিজল বিশ্ব নেতারা

শেখ হাসিনার অর্জন ধ্বংস করতে চায় হামলাকারীরা : ওবায়দুল কাদের

ইরানের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন বাইডেন

১০

ইহুদিদের পছন্দ করেন না কমলা, বললেন ট্রাম্প

১১

ন্যাটোর আদলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইসরায়েলের

১২

যানজট সরিয়ে ভোগান্তি দূর করেন নবরু

১৩

বর্ষায় জমে উঠেছে চাক জালের হাট

১৪

ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৫

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৬

ঝালকাঠিতে গভীর নলকূপে পানির সংকট

১৭

ব্যাট-বলে সাকিবকে শরীফুলের টেক্কা

১৮

দেশকে আগের মতো ভিক্ষুকের জাতি বানাতেই এমন সহিংসতা: প্রধানমন্ত্রী

১৯

রাজবাড়ীতে ভাড়ায়চালিত বাইকারের বিরুদ্ধে যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

২০
X