কালবেলা মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক নিউমার্কেট সিটি কমপ্লেক্স, ৪৪/১, রহিম স্কয়ার, নিউমার্কেট, ঢাকা থেকে প্রকাশিত এবং ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা, শরীয়তপুর প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।
ফেসবুকজুড়ে চাউর—ফের ঘর বাঁধতে চলেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। গুঞ্জনের সূত্রপাত, এই নায়িকার সোশ্যাল হ্যান্ডেল। ফেসবুক ও ইনস্টাগ্রামে একযোগে এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ ছবি এসেছে। তা নিয়েই চলছে কানাঘুষা। অনেকের মতে তাদের পরিবারের সদস্যের ছবি। তবে কালবেলার কাছে এই নায়িকার কাছের একাধিক ব্যক্তি স্বীকার করেছেন, এটি শাবনূরের বাগদত্তা। শিগগিরই তাদের বিয়ের ঘোষণা আসছে।
অন্যদিকে, শাবনূর তার ঘনিষ্ঠজনদের কাছে সেই ব্যক্তিকে ‘শুধু বন্ধু’ বলে দাবি করেছেন। তেমনই একজন কালবেলাকে জানান, বেশ কিছুদিন হলো তারা দুজন অস্ট্রেলিয়ার সিডনিতে প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন। জানা যায়, শাবনূরের সঙ্গের ব্যক্তি একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুমিল্লা। বেশ কয়েক বছর ধরেই তার অভিনেত্রীর সঙ্গে পরিচয়।
শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখান থেকে গতকাল দুপুরে শাবনূর ফেসবুকে প্রায় এক ডজন ছবি দিয়েছেন। যেখানে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে পোজ দিচ্ছেন শাবনূর। ক্যাপশনে লেখেন, ‘ফটোশুট। এরপরই চারদিকে গুঞ্জন ছড়ায়। ছবিগুলোর কমেন্টের ঘরে অনেকে শাবনূরের পাশে থাকা লোকটির পরিচয় জানতে চান। কেউ কেউ আবার শুভ কামনা জানান। তবে এই রহস্যের জট খুলেননি তিনি।
উল্লেখ্য, ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিকের সঙ্গে ঘর বাঁধেন শাবনূর। তাদের সংসারে আইজান নামের একটি সন্তান রয়েছে। ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের মা হন শাবনূর। পুত্রকে নিয়ে তিনি এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ
জনপ্রিয়
ঢাকা-১০ আসন / শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী
১
‘বাধ্য’ হয়ে বিশ্বকাপ দলে আনতে হলো পরিবর্তন
২
শিশুকে নির্যাতন করা সেই স্কুলের ব্যবস্থাপক গ্রেপ্তার
৩
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেল বাস, নিহত ২
৪
ইরানের উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বড় বহর পাঠাল যুক্তরাষ্ট্র
৫
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর চালু প্রক্রিয়া স্থগিত